পেট্রোপন্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বালুরঘাটে বন্ধ বেসরকারি বাস পরিষেবা! বালুরঘাটে বন্ধ বেসরকারি বাস চলাচল। রাস্তায় বেড়িয়ে বিপাকে যাত্রী সাধারণ। মালিক এসোসিয়েশনের দাবি, তাদের কাছে এই সম্পর্কিত কোনো তথ্য নেই। তবে তারা মনে করছেন ডিজেলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির জন্য লোকসানের সম্মুখিন হয়ে বাসগুলো বন্ধ হয়ে গিয়ে থাকতে পারে। যদিও নিত্য দিন অস্বাভাবিক ভাবে ডিজেলের দাম বৃদ্ধির ফলে তাদের লোকসানের সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়ে সরকারি তরফে বাস ভাড়া অবিলম্বে বৃদ্ধির দাবি জানাতে তারা ভোলেন নি।
অন্যদিকে অভিযোগ, প্রতিদিন ডিজেলের দাম বৃদ্ধির ফলে বেশ কিছু বেসরকারি পরিবহনে ডিজেলের বদলে কেরসিন দিয়ে চালানো হয়ে আসছে যার ফলে বাসে চাপা দুষ্কর হয়ে পড়ছে যাত্রীদের ক্ষেত্রে। এই খবর পেয়ে রবিবার সকালে আচমকা মটর ভেহীক্যাল দফতরের আধিকারিকরা বালুরঘাট বেসরকারির পরিবহন স্ট্যান্ডে হানা দেয় বলে জানা গেছে। পাশাপাশি জানা গেছে, ডিজেলের পরিবর্তে কেরসিন তেল পেয়ে ওই বাস মালিকদের শোকজ করে।
আরও জানা গেছে, বাসমালিকেরা একটি বৈঠক করে সিদ্ধান্ত নেয় যে শোকজ না তুললে কোনো বাসই চলবেনা। যদিও এই কথা স্বীকার করে নি বাস মালিক এসোসিয়েশন। তাদের দাবি কোনো বৈঠক হয়নি। তারা এই ব্যাপারে কিছু জানেন না।
আর ও পড়ুন মহিলাদের নিরাপত্তায় বসিরহাট উইনার্স বাহিনী
উল্লেখ্য, বালুরঘাটে বন্ধ বেসরকারি বাস চলাচল। রাস্তায় বেড়িয়ে বিপাকে যাত্রী সাধারণ। মালিক এসোসিয়েশনের দাবি, তাদের কাছে এই সম্পর্কিত কোনো তথ্য নেই। তবে তারা মনে করছেন ডিজেলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির জন্য লোকসানের সম্মুখিন হয়ে বাসগুলো বন্ধ হয়ে গিয়ে থাকতে পারে। যদিও নিত্য দিন অস্বাভাবিক ভাবে ডিজেলের দাম বৃদ্ধির ফলে তাদের লোকসানের সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়ে সরকারি তরফে বাস ভাড়া অবিলম্বে বৃদ্ধির দাবি জানাতে তারা ভোলেন নি।
অন্যদিকে অভিযোগ, প্রতিদিন ডিজেলের দাম বৃদ্ধির ফলে বেশ কিছু বেসরকারি পরিবহনে ডিজেলের বদলে কেরসিন দিয়ে চালানো হয়ে আসছে যার ফলে বাসে চাপা দুষ্কর হয়ে পড়ছে যাত্রীদের ক্ষেত্রে। এই খবর পেয়ে রবিবার সকালে আচমকা মটর ভেহীক্যাল দফতরের আধিকারিকরা বালুরঘাট বেসরকারির পরিবহন স্ট্যান্ডে হানা দেয় বলে জানা গেছে। পাশাপাশি জানা গেছে, ডিজেলের পরিবর্তে কেরসিন তেল পেয়ে ওই বাস মালিকদের শোকজ করে।
আরও জানা গেছে, বাসমালিকেরা একটি বৈঠক করে সিদ্ধান্ত নেয় যে শোকজ না তুললে কোনো বাসই চলবেনা। যদিও এই কথা স্বীকার করে নি বাস মালিক এসোসিয়েশন। তাদের দাবি কোনো বৈঠক হয়নি। তারা এই ব্যাপারে কিছু জানেন না।