কেষ্টপুর:- পেট্রোল ডিজেল ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর নেতৃত্বে রাজারহাট গোপালপুর তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সাইকেল, রিক্সা ,গরুর গাড়ি নিয়ে অভিনব প্রতিবাদ র রেলি বের করা হয়।

এই রেলি ভিআইপি কেষ্টপুর থেকে শুরু হয়ে চিনার পার্কে শেষ হবে।দেবরাজ চক্রবর্তী এই দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ করেন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিষোদগারও করেন।তিনি বলেন কেন্দ্রীয় সরকারের এই জ্বালানির দাম বৃদ্ধির ফলে মানুষ বিকল্প পরিবহনের দিকে এগোচ্ছে।