উত্তর ২৪পরগণা:- পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বনগাঁ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এক সাইকেল মিছিলের আয়োজন করা হয়েছে।

বনগাঁ সোনালী মাঠের থেকে শুরু হয়ে বনগাঁ ১নং রেলগেটে শেষ হয়েছে । বনগাঁর সমস্ত ওয়ার্ডের সকল স্তরের প্রায় ২০০ তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সাইকেল নিয়ে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে ।