আজও জামিন পেলেন না আরিয়ান খান। জামিন না পাওয়ায় আজকের রাতটাও মুম্বইয়ের আর্থার রোড জেলে থাকতে হবে তাঁকে। আগামী কাল ফের বম্বে হাইকোর্টে শুরু হবে শুনানি। শুনানি শুরু হবে দুপুর আড়াইটা থেকে। সেই শুনানি শেষেই সিদ্ধান্ত হবে, আরিয়ান জামিন পাবেন কিনা। এদিন শাহরুখ পুত্রের হয়ে হাইকোর্টে সওয়াল করেছেন ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি। তাঁর যুক্তি, আরিয়ান এক জন তরুণ। মাত্র ২৩ বছর বয়স। তাঁকে জেলে না পাঠিয়ে রিহ্যাবে পাঠানো হোক।
এদিকে এনসিবি নাগাড়ে আরিয়ানের জামিনের বিরোধিতা করে গিয়েছে। তাদের যুক্তি, আরিয়ানের বাবা শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি সাক্ষীদের ‘প্রভাবিত’ করছেন। তাছাড়া আরও দাবি করা হয়েছে, আরিয়ানের ‘প্রভাব প্রতিপত্তি’ রয়েছে। তাই তাঁকে মুক্তি দেওয়া হলে তিনি তদন্তে প্রভাব বিস্তার করতে পারেন। তার মোড়ও ঘুরিয়ে দিতে পারেন। এনসিবিএও বলেছে, আরিয়ানের সঙ্গে আন্তর্জাতিক মাদক চক্রের যোগ মিলেছে। তাই এই নিয়ে প্রমাণ সংগ্রহের জন্য যথেষ্ট সময় লাগবে।
এদিকে, এনসিবি–র বিরুদ্ধেও উঠেছে আঙুল। গোয়াগামী প্রমোদতরীতে অভিযানের নেপথ্যে ছিলেন সমীর ওয়াংখেড়ে। তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এক সাক্ষী দাবি করেছেন, ওই অভিযানের আর এক সাক্ষী কিরণ গোসাভি শাহরুখের ম্যানেজারের থেকে ২৫ কোটি টাকা আদায়ের চেষ্টা করেছিলেন। বদলে আরিয়ানকে মুক্তি দেওয়ার কথা বলেছিলেন। এই কাণ্ড প্রকাশ্যে আসার পর অনেকেই মনে করছেন, এবার হয়তো জামিন পাবেন আরিয়ান। কিন্তু আজও তা হল না।
আর ও পড়ুন ৩৩ টি বিশাল আকারের তেলিয়া ভোলা ধরা পড়লো মতসজীবিদের জালে
উল্লেখ্য, ২ অক্টোবর গোয়াগামী প্রমোদতরীতে তল্লাশি চালিয়ে আরিয়ান সহ ১০ জনকে আটক করেছিল এনসিবি। পরের দিন, ৩ অক্টোবর আরিয়ান সহ আট জনকে গ্রেপ্তার করা হয়। প্রথমে ম্যাজিস্ট্রেটের কোর্টে আরিয়ান জামিনের মামলা করেন। সেখানে তাঁর হয়ে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী সতীশ মানশিণ্ডে। ৮ অক্টোবর সেখানে জামিনের আবেদন খারিজ হয় আরিয়ানের। এর পর মামলা ওঠে মুম্বইয়ের বিশেষ এনডিপিএস কোর্টে। আরিয়ানের হয়ে সওয়াল করেন অমিত দেশাই।
উল্লেখ্য, আজও জামিন পেলেন না আরিয়ান খান। জামিন না পাওয়ায় আজকের রাতটাও মুম্বইয়ের আর্থার রোড জেলে থাকতে হবে তাঁকে। আগামী কাল ফের বম্বে হাইকোর্টে শুরু হবে শুনানি। শুনানি শুরু হবে দুপুর আড়াইটা থেকে। সেই শুনানি শেষেই সিদ্ধান্ত হবে, আরিয়ান জামিন পাবেন কিনা। এদিন শাহরুখ পুত্রের হয়ে হাইকোর্টে সওয়াল করেছেন ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি। তাঁর যুক্তি, আরিয়ান এক জন তরুণ। মাত্র ২৩ বছর বয়স। তাঁকে জেলে না পাঠিয়ে রিহ্যাবে পাঠানো হোক।