নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৯ জানুয়ারি, পোঙ্গাল উৎসবে তামিলনাড়ুর কৃষকদের শুভেচ্ছা জানালেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। রবিবার হাজরা মোড়ে বসবাসকারি তামিলনাড়ু বাসিন্দারা পঙ্গল উৎসবের আয়োজন করে। সেই অনুষ্ঠানে হাজির হন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধানকার।
এদিন তিনি বলেন, পোঙ্গাল উৎসব দক্ষিণের রাজ্য গুলিতে একটি জনপ্রীয় কৃষকদের অনুষ্ঠান। এছাড়াও শ্রীলঙ্কাতে এই উৎসবের আয়োজন হয়। পোঙ্গাল বিষয়ক নানান কথা বলার সাথে সকল তামিলনাড়ুর কৃষকদের শুভেচ্ছা জানান তিনি।