পোর্ট ট্রাস্টের ১৫০ বছর উপলক্ষে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি

পোর্ট ট্রাস্টের ১৫০ বছর উপলক্ষে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১২ জানুয়ারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল শনিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সফরে পৌঁছেছেন। সেখানে তিনি হাওড়া ব্রিজে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমের উদ্বোধন করেন। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও উপস্থিত ছিলেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়ার বেলুর মঠে রামকৃষ্ণ মিশনে যান। সেখানে গিয়ে তিনি সন্ন্যাসীদের সাথে সাক্ষাৎ করেন। আর তিনি বেলুর মঠেই রাত্রিবাস করেন।

আজ কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর উপলক্ষে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি।বেলুড় মঠ থেকে জলপথে মিলেনিয়াম পার্ক হয়ে নেতাজি ইন্ডোরে আসেন।জানা গিয়েছে, মোদি মিলেনিয়াম পার্ক থেকে রওনা হতেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা একেবারে গেটের সামনে এসে গো ব্যাক স্লোগানের পাশাপাশি কালো পতাকা নিয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন।সাথে সাথেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রধানমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তৃতা দেন।সেখানেই তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ”চিত্তরঞ্জন লোকোমোটিভ ফ্যাক্টরি, হিন্দুস্থান এয়ারক্রাফ্ট ফ্যাক্টরির মত বড় বড় পরিযোজনার বিকাশে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান রয়েছে। স্বাধীনতা পরবর্তী ভারতে নতুন নীতি নির্ধারণ করেছিলেন বি আর আম্বেদকর ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। জল সংশোধন নীতি নির্ধারণেও শ্যামাপ্রসাদের অবদান রয়েছে। শ্রমিকদের সঙ্গে যুক্ত নানা আইন রূপায়ণ সহ একাধিক বিষয়ে নিজেদের ভাবনাকে কাজে লাগিয়েছিলেন আম্বেদকর। কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে রাখা হল শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top