বস্ত্র ও পোশাক শিল্পে বাংলাদেশের বাজার ধরতে ঝাঁপাচ্ছে পশ্চিমবঙ্গ

বস্ত্র ও পোশাক শিল্পে বাংলাদেশের বাজার ধরতে ঝাঁপাচ্ছে পশ্চিমবঙ্গ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বস্ত্র ও পোশাক শিল্পে বাংলাদেশের বাজার ধরতে ঝাঁপাচ্ছে পশ্চিমবঙ্গ। প্রতিবেশী দেশ বাংলাদেশ প্রতি বছরই রেডিমেড বস্ত্রশিল্পের বাজারের দ্বারা বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা আয় করছে। কিন্তু এবার বাংলাদেশের এই একচেটিয়া ব্যবসাকে বাগে আনতে ও বস্ত্র ও পোশাক শিল্পে বাংলাদেশের সঙ্গে পাল্লা দিতে একগুচ্ছ পরিকল্পনা নিল পশ্চিমবাংলার রাজ্য সরকার। কারণ,নবান্ন সূত্রের খবর, রেডিমেড পোশাক এবং বস্ত্রশিল্পের প্রসারে রাজ্যের বিভিন্ন প্রান্তে ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলার পরিকল্পনা করা হচ্ছে।

 

টেক্সটাইল পার্কও গড়ে তোলা হবে বলে জানা গিয়েছে। এর ফলে এক ছাদের তলায় কাটিং, স্টিচিং, ফিনিশিং, আয়রন এবং ওয়াশিং সম্ভব হবে।এর দুটো ফল আর তা হল, একদিকে বাড়বে কর্মসংস্থান। বহু বেকার যুবক-যুবতীর চাকরি লাভে সক্ষম হবে।আবার পাল্লা দিয়ে বাড়বে আয়। বাড়তি লাভের মুখ ও দেখা যাবে।এছাড়াও,সূত্রের খবরে জানা গিয়েছে, এর জন্য আধুনিক যন্ত্রপাতি এবং উন্নত প্রযুক্তি দিয়েও রাজ্য সরকার সাহায্য করবে এবং বিদ্যুৎ, জল, ড্রেন, রাস্তা অর্থাৎ পরিকাঠামো তৈরি করে দেবে সরকার।

আর ও পড়ুন  ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ

এবার,চট করে দেখে নেওয়া যাক,

সরকার ‘ছাড়’ প্রতিশ্রুতি:

-ছোট লগ্নিকারীদের ২৫-৬০ শতাংশ মূলধনী সহায়তা।

-৫৫-৭০ শতাংশ ঋণের দায়িত্ব পাঁচ বছরের জন্য সরকার নেবে।

– ৫ বছর পর্যন্ত বিদ্যুতের মাশুলে ছাড় দেবে সরকার। ৫০-৭৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।

-স্ট্যাম্প ডিউটিতে ২৫-১০০ শতাংশ ছাড় দেবে সরকার।

-রেজিস্ট্রেশন ফি  ৭৫ শতাংশ মুকুব করা হবে।

– রাজ্যের জিএসটি-তে ৩০ -৩৫ শতাংশ ছাড় দেবে রাজ্য সরকার।

-৫-৯ বছর পর্যন্ত ESI এবং EPF-এর খরচ বহন করবে সরকার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top