পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়ার প্রেক্ষাপটে তৈরী হচ্ছে ‘কলকাতা চলন্তিকা’। কোলকাতার পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার বিবর্ণ চিত্র ফুটিয়ে তুলতে চলেছেন ‘রসগোল্লা’ খ্যাত পরিচালক পাভেল তার আসন্ন সিনেমায় ‘কলকাতা চলন্তিকা’।প্রসঙ্গত,২০১৬ সালে কোলকাতার বুকে পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়েছিল।আর সেই ঘটনাই উঠে আসবে এই ছবিতে। ইতিমধ্যেই, মুক্তি পেয়েছে ছবির নতুন পোস্টার।সেই পোস্টারে ফুটে উঠেছে পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার পর এক বিবর্ণ দৃশ্য।
ছবির পোস্টারে দেখা যাচ্ছে, একটি উড়ালপুল ভেঙে পড়েছে। আর সেই উড়ালপুলের সঙ্গে জড়িয়ে আছে তিলোত্তমার বিভিন্ন স্থান,যেমন – ভিক্টোরিয়া, শহিদ মিনার, লালবাজার, দক্ষিনেশ্বরের মন্দির, বেলুড় মঠ ইত্যাদি।বুঝতে অসুবিধা হয় না যে কোলকাতার প্রতীকি ফুটে উঠেছে এই পোস্টারে। এছাড়াও,পোস্টারে দুর্ঘটনায় বিপর্যস্ত কলকাতার সেই চিত্রর সাথে আছে ছবির অভিনেতা-অভিনেত্রীরা। জানা গেছে,আগামী ১৫ জুলাই ধার্য হয়েছে ছবি মুক্তির দিন।সূত্রের খবর, ছবির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন ডিরেক্টর পাভেল।
আর ও পড়ুন সল্টলেকের গেস্ট হাউসে নিয়ে এসে তরুণী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
এ গল্প লিখেছেন অধ্যাপিকা স্বাতী বিশ্বাস এবং পাভেল। এই ছবির কলা কুশলী হলেন,ইশা সাহা, সৌরভ দাস, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, কিরণ দত্ত ওরফে বং গাই, অনামিকা সাহা।এছাড়াও,জানা গেছে এই ছবিতে উঠে আসবে তিন দিনের গল্প।প্রথম দিন নিজের ছন্দে ছুটে চলে কোলকাতা তার বিভিন্ন অলি-গলি পথে , কিন্তু দ্বিতীয় দিনে তার পথে ভেঙে পড়ে সেই ফ্লাইওভার যা উল্টে দেয় সব কিছুকে। তৃতীয় দিনে কিন্তু আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে কোলকাতা। ‘বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট’এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি যার প্রযোজনায় আছেন শতদ্রু চক্রবর্তী।