বনগাঁ পৌরভোটে মমতা ঝড় হবে, বললেন বর্তমান পৌর প্রশাসক গোপাল শেঠ

বনগাঁ পৌরভোটে মমতা ঝড় হবে, বললেন বর্তমান পৌর প্রশাসক গোপাল শেঠ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পৌরভোটে

বনগাঁ পৌরভোটে মমতা ঝড় হবে, বললেন বর্তমান পৌর প্রশাসক গোপাল শেঠ। বনগাঁ পৌরভোটে টিকিট পেলেননা প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য , প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন । পৌরভোটে মমতা ঝড় হবে বললেন বর্তমান পৌর প্রশাসক গোপাল শেঠ ।

 

উত্তর ২৪ পরগনা জেলার   বনগাঁ পৌরসভার প্রার্থী তালিকায় নাম নেই প্রাক্তন পৌর প্রধান শংকর আঢ্যর । যদিও প্রার্থী হয়েছেন তার  স্ত্রী তথা প্রাক্তন পৌরমাতা জোৎস্না আঢ্য । প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি । দল মনে করেছে তাই প্রার্থী করেনি । কিন্তু একই পরিবারের একাধিক প্রার্থী করা হবে না সে ক্ষেত্রে বনগাঁতে সাম্প্রতিক অন্য দল থেকে এসে একই পরিবারের দুই প্রার্থী হলো কি করে ।

 

বনগাঁ শহরের ১১ বছরের সভাপতি হওয়া সত্ত্বেও প্রার্থী নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি । আমি যে ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম সেই ওয়ার্ডের প্রার্থী নিয়ে আমার সঙ্গে আলোচনা করা হয়নি । পার্টি ভালো বুঝেছে তাই প্রার্থী করেনি । তবে কৌঁসুলি কিনি বললেন আগামীতে আমি প্রচারে নামবো । দল পৌরসভা গঠন করুক এটা আমি চাই ।

 

পৌরসভার প্রার্থী তালিকা নিয়ে বর্তমান পৌর প্রশাসক তথা বনগাঁ পৌর ভোটের তিন নাম্বার ওয়ার্ডের প্রার্থী গোপাল শেঠ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমাদের হাতিয়ার । দল যাকে মনে করেছে তাকে প্রার্থী করেছে । আগামীতে বন্দা পৌরভোটে মমতা ঝর বাইবে । ২২-০ হবে বনগাঁ পৌরসভা।

 

উল্লেখ্য,  বনগাঁ পৌরভোটে মমতা ঝড় হবে, বললেন বর্তমান পৌর প্রশাসক গোপাল শেঠ। বনগাঁ পৌরভোটে টিকিট পেলেননা প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য , প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন । পৌরভোটে মমতা ঝড় হবে বললেন বর্তমান পৌর প্রশাসক গোপাল শেঠ । উত্তর ২৪ পরগনা জেলার   বনগাঁ পৌরসভার প্রার্থী তালিকায় নাম নেই প্রাক্তন পৌর প্রধান শংকর আঢ্যর । যদিও প্রার্থী হয়েছেন তার  স্ত্রী তথা প্রাক্তন পৌর মাতা জোৎস্না আঢ্য । প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি ।

 

আর ও পড়ুন     অকাল বৃষ্টির জেরে বিঘার পর বিঘা আলুর জমি জলের তলায়

 

দল মনে করেছে তাই প্রার্থী করেনি । কিন্তু একই পরিবারের একাধিক প্রার্থী করা হবে না সে ক্ষেত্রে বনগাঁতে সাম্প্রতিক অন্য দল থেকে এসে একই পরিবারের দুই প্রার্থী হলো কি করে । বনগাঁ শহরের ১১ বছরের সভাপতি হওয়া সত্ত্বেও প্রার্থী নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি । আমি যে ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম সেই ওয়ার্ডের প্রার্থী নিয়ে আমার সঙ্গে আলোচনা করা হয়নি । পার্টি ভালো বুঝেছে তাই প্রার্থী করেনি । তবে কৌঁসুলি কিনি বললেন আগামীতে আমি প্রচারে নামবো । দল পৌরসভা গঠন করুক এটা আমি চাই ।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top