বনগাঁ পৌরভোটে মমতা ঝড় হবে, বললেন বর্তমান পৌর প্রশাসক গোপাল শেঠ। বনগাঁ পৌরভোটে টিকিট পেলেননা প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য , প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন । পৌরভোটে মমতা ঝড় হবে বললেন বর্তমান পৌর প্রশাসক গোপাল শেঠ ।
উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভার প্রার্থী তালিকায় নাম নেই প্রাক্তন পৌর প্রধান শংকর আঢ্যর । যদিও প্রার্থী হয়েছেন তার স্ত্রী তথা প্রাক্তন পৌরমাতা জোৎস্না আঢ্য । প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি । দল মনে করেছে তাই প্রার্থী করেনি । কিন্তু একই পরিবারের একাধিক প্রার্থী করা হবে না সে ক্ষেত্রে বনগাঁতে সাম্প্রতিক অন্য দল থেকে এসে একই পরিবারের দুই প্রার্থী হলো কি করে ।
বনগাঁ শহরের ১১ বছরের সভাপতি হওয়া সত্ত্বেও প্রার্থী নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি । আমি যে ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম সেই ওয়ার্ডের প্রার্থী নিয়ে আমার সঙ্গে আলোচনা করা হয়নি । পার্টি ভালো বুঝেছে তাই প্রার্থী করেনি । তবে কৌঁসুলি কিনি বললেন আগামীতে আমি প্রচারে নামবো । দল পৌরসভা গঠন করুক এটা আমি চাই ।
পৌরসভার প্রার্থী তালিকা নিয়ে বর্তমান পৌর প্রশাসক তথা বনগাঁ পৌর ভোটের তিন নাম্বার ওয়ার্ডের প্রার্থী গোপাল শেঠ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমাদের হাতিয়ার । দল যাকে মনে করেছে তাকে প্রার্থী করেছে । আগামীতে বন্দা পৌরভোটে মমতা ঝর বাইবে । ২২-০ হবে বনগাঁ পৌরসভা।
উল্লেখ্য, বনগাঁ পৌরভোটে মমতা ঝড় হবে, বললেন বর্তমান পৌর প্রশাসক গোপাল শেঠ। বনগাঁ পৌরভোটে টিকিট পেলেননা প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য , প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন । পৌরভোটে মমতা ঝড় হবে বললেন বর্তমান পৌর প্রশাসক গোপাল শেঠ । উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভার প্রার্থী তালিকায় নাম নেই প্রাক্তন পৌর প্রধান শংকর আঢ্যর । যদিও প্রার্থী হয়েছেন তার স্ত্রী তথা প্রাক্তন পৌর মাতা জোৎস্না আঢ্য । প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি ।
আর ও পড়ুন অকাল বৃষ্টির জেরে বিঘার পর বিঘা আলুর জমি জলের তলায়
দল মনে করেছে তাই প্রার্থী করেনি । কিন্তু একই পরিবারের একাধিক প্রার্থী করা হবে না সে ক্ষেত্রে বনগাঁতে সাম্প্রতিক অন্য দল থেকে এসে একই পরিবারের দুই প্রার্থী হলো কি করে । বনগাঁ শহরের ১১ বছরের সভাপতি হওয়া সত্ত্বেও প্রার্থী নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি । আমি যে ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম সেই ওয়ার্ডের প্রার্থী নিয়ে আমার সঙ্গে আলোচনা করা হয়নি । পার্টি ভালো বুঝেছে তাই প্রার্থী করেনি । তবে কৌঁসুলি কিনি বললেন আগামীতে আমি প্রচারে নামবো । দল পৌরসভা গঠন করুক এটা আমি চাই ।