পিতা সম্রাট বাবুর বাড়ি গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নিলেন অর্জুন সিং । ব্যারাকপুর পৌর সভার ২ নম্বর ওয়ার্ডের পৌর পিতা সম্রাট তপাদার বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।তিনি বাড়ি ফেরত আসার পর পুরনো সতীর্থ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সম্রাট বাবুর বাড়িতে তাকে দেখতে যান । এদিন অর্জুন সিং সম্রাট বাবুর বাড়ি গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নেন।
এদিন সাংবাদিক দের মুখমুখি হন অর্জুন সিং। এদিন তিনি দিলীপ ঘোষ কে সেন্সর করার বিষয়ে স্পষ্ট বলেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উচিত ছিল আগেই দিলীপ বাবুকে আগেই সেন্সর করা তাহলে সেটা দিলীপ ঘোষ আর বাংলার জন্য ভালো হতো। সেই সঙ্গে তিনি সৌরভ গাঙ্গুলি করা টুইট এ তার বিসিসিআই ছাড়া প্রসঙ্গে যে জল্পনা তৈরী হয়েছে তা নিয়ে বলেন যে সৌরভ গাঙ্গুলি সাথে তার কোন ব্যক্তিগত পরিচয় নেই। তাই সৌরভ গাঙ্গুলি র রাজনীতি তে আসা না আসা সম্পর্কে তার কিছুই বলার নেই। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলায় সিবিআই তদন্ত শুরু করেছে যার জেরে কাকুরগাছি তে অভিজিৎ সরকারের বাড়ি তে তদন্ত করতে পৌঁছে যাচ্ছে, এস এস সি কাণ্ডে সিবিআই তদন্ত করছে এরকম বিভিন্ন মামলার রাস সিবিআই এর হাতে যাওয়ার প্রসঙ্গে অর্জুন সিং এর দাবি যে শুধু শুধু সিবিআই এর কর্তা রা এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না শুধু শুধু সরকারের গাড়ির তেল পুরাচ্ছেন তারা।
আর ও পড়ুন লরি ও ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হল ট্রাক্টর চালকের
প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে নান্দাই এর দুপসা এলাকায় এক প্রতিবন্ধী যুবকের ঘরের টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূলের ১০০ দিনের কাজের সুপারভাইজারের এবং তার সঙ্গীর বিরুদ্ধে। বৃহস্পতিবার কালনা এক নম্বর ব্লক বিডিওর দ্বারস্থ ওই প্রতিবন্ধী যুবক মহসীন মণ্ডল।
অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে স্থানীয় যুবক নইম মণ্ডল এবং ছট্টু মণ্ডল তারা সমস্ত ডকুমেন্টস তার কাছ থেকে নিয়ে নেয় আর সেই প্রসঙ্গে অর্জুন সিং স্পষ্ট বলেন যে দল এই বিষয়ে নিশ্চই কিছু ব্যবস্থা নেবে। কারন মুখ্য মন্ত্রী জেলা সফরে গিয়ে বারবার এই সমস্ত বিষয় গুলি নিয়ে কড়া বার্তা দিচ্ছেন।তাই দল এই ধরনের বিষয় জানলে ব্যবস্থা নেবে। আর ব্যবস্থা না নিলে তখন কথা বলার জায়গা থাকে ।