নিজস্ব সংবাদদাতা,বীরভূম, ৪ জুলাই :-▪ পশ্চিমবঙ্গের আকর্ষণীয় স্থানগুলির মধ্যে অন্যতম হলো শান্তিনিকেতন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতিবিজড়িত এই শান্তিনিকেতনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে রয়েছে পৌষমেলা। তবে এই পৌষমেলা নিয়ে প্রতিবছর কোন না কোন বিতর্কের সূত্রপাত ঘটে। যে কারণে এবার বিশ্বভারতী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল আর ভুবনডাঙার মাঠে পৌষমেলা করবে না বিশ্বভারতী। তবে রীতি মেনে পৌষ উৎসব পালন করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
শুক্রবার বিশ্বভারতীর কর্মসমিতির সদস্যদের নিয়ে একটি বৈঠক হয়। সূত্র মারফত জানা গিয়েছে সেই বৈঠকে জানানো হয়, পৌষমেলা করাতে অপারগ বিশ্বভারতী। শুধু পৌষমেলা নয়, পাশাপাশি দোলের দিন বিশ্বভারতীতে বসন্ত উৎসব না করানো নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এই মেলা ও বসন্ত উৎসব নিয়ে বিশ্বভারতী যে সিদ্ধান্ত নিয়েছে তার পরিপ্রেক্ষিতে পদ্মশ্রী প্রাপ্ত চিকিৎসক তথা বিশ্বভারতীর রাষ্ট্রপতি মনোনীত প্রতিনিধি সুশোভন বন্দ্যোপাধ্যায় জানান, “প্রতিবছর পরিবেশ আদালতের কাছে জরিমানা দিয়ে এবং বোলপুরের মানুষের বিরাগভাজন হয়ে এইভাবে মেলা চালানো সম্ভব নয় বিশ্বভারতীর পক্ষে। পাশাপাশি বিশৃংখলার কথা মাথায় রেখে দোলের দিন বিশ্বভারতীতে বসন্ত উৎসব করা হবে না। সাধারণ মানুষের কথা মাথায় রেখে সেই উৎসব পরে অন্য কোনদিন করা হবে।”