মহালয়া থেকেই যাত্রা শুরু ‘সবুজের পথে হাতছানি’-র, কি আছে এই ট্যুর প্যাকেজে ?

মহালয়া থেকেই যাত্রা শুরু ‘সবুজের পথে হাতছানি’-র, কি আছে এই ট্যুর প্যাকেজে ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
প্যাকেজে

মহালয়া থেকেই যাত্রা শুরু ‘সবুজের পথে হাতছানি’-র, কি আছে এই ট্যুর প্যাকেজে ?  মহালয়ার সকাল  থেকেই  যাত্রা শুরু  ‘সবুজের পথে হাতছানি’-র।  আগেই ঘোষণা করা হয়েছিল, পুজোর সময় বিশেষ টুর প্যাকেজ চালু করবে এন বি এস টি সি (উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম) ।

 

নাম রাখা হয়েছে ‘সবুজের পথে হাতছানি’। মহালয়ার দিন পথে নামছে সবুজের পথে হাতছানি। এই প্যাকেজে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় সংস্থা নিজস্ব বাসে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলি ঘুরিয়ে দেখানো হবে। শীঘ্রই শুরু হবে বুকিং। এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে। এবার দেখেনিন কি আছে এই টুর প্যাকেজে

টুর প্যাকেজ  

কোচবিহার, থেকে মূর্তি ঝালং বিন্দু বিভিন্ন পর্যটন কেন্দ্র দিতে হবে ১১৫০ টাকা করে মাথাপিছু। জলপাইগুড়ি থেকে গরুবাথান লাভা, লোলেগাঁও, কালিম্পং, রিকসুম প্যাকেজ করা হয়েছে। এর জন্য প্রতি জন পিছু নেওয়া হবে ১৩৫০ টাকা করে। এ ছাড়াও আরও চারটি প্যাকেজ রয়েছে।

 

আর ও পড়ুন  গুজরাটে ভুপেন্দ্র প্যাটেলের মন্ত্রীসভায় কোন কোন বিধায়ক মন্ত্রী হতে পারেন? 

 

খাবারের এলাহি বন্দোবস্ত  

পর্যটকদের বাজার চলতি ট্যারিফের চেয়ে কম খরচে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখানো হবে। পাশাপাশি প্যাকেজের মধ্যে সকালে টিফিন, দুপুরের ভোজন ও রাতের খাবারের বন্দোবস্ত রয়েছে। এমনকী কেউ  রাত্রিবাস করতে চাইলে তার জন্যও পৃথক বন্দোবস্ত থাকছে।

অনলাইনে বুকিং, 

নজর রাখুন  অফ লাাইন-এর পাশাপাশি অনলাইন বুকিং সুবিধাও থাকবে। কলকাতা বা দক্ষিণবঙ্গের যে কোনও জায়গা থেকে বাড়িতে বসে আগাম প্যাকেজ বুক করে শিলিগুড়ি চলে আসতে পারেন। সেখান থেকে ইচ্ছেমতো বিভিন্ন প্যাকেজ তারা বেছে নিতে পারেন। ঘোরানোর ক্ষেত্রে সমস্ত রকম করোনা বিধি মেনে চলা হবে। তবে প্রতিটি প্যাকেজ অন্যতম ১০ জন হলে যাত্রা শুরু করা হবে। কোনও কারণে যাত্রী সংখ্যা বেশি না হলে যাত্রার দিন পরিবর্তন করা হতে পারে।

 

উল্লেখ্য, মহালয়ার সকাল  থেকেই  যাত্রা শুরু  ‘সবুজের পথে হাতছানি’-র।  আগেই ঘোষণা করা হয়েছিল, পুজোর সময় বিশেষ টুর প্যাকেজ চালু করবে এন বি এস টি সি (উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম) । নাম রাখা হয়েছে ‘সবুজের পথে হাতছানি’। মহালয়ার দিন পথে নামছে সবুজের পথে হাতছানি। এই প্যাকেজে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় সংস্থা নিজস্ব বাসে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলি ঘুরিয়ে দেখানো হবে। শীঘ্রই শুরু হবে বুকিং। এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে। এবার দেখেনিন কি আছে এই টুর প্যাকেজে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top