প্যাঙ্গোলিনের আঁশ সহ গ্রেপ্তার এক ব্যক্তি

প্যাঙ্গোলিনের আঁশ সহ গ্রেপ্তার এক ব্যক্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২১জানুয়ারি ২০২১ জলপাইগুড়ি: বন্যপ্রাণ পাচারের পরিকল্পনা ভেস্তে দিল বনদপ্তর। নেপালে পাচারের আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্যাঙ্গোলিনের আঁশ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বৈকন্ঠপুর ফরেস্ট ডিভিশনের সারুগাড়া রেঞ্জের বনকর্মীরা।

বনদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার রাতে ওই প্যাঙ্গোলিনের আঁশ নেপালে পাচারের ছক কষে কিছু পাচারকারী। খবর শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার বালাসন সেতুর কাছে ফাঁদ পাতে বনকর্মীরা। এরপর ছয় পাচারকারী ওই আঁশ পাচারের উদ্দেশ্যে জড়ো হলে অভিযান চালায় সারুগাড়া রেঞ্জের বন কর্মীরা। অভিযানের সময় বাকিরা পালিয়ে গেলেও একজনকে আঁশ সহ গ্রেফতার করা হয়। ধৃতের নাম সুজন দাস। সে আলিপুরদুয়ারের পাতালখাওয়ার বাসিন্দা। ধৃতের কাছে থাকা একটি স্কুল ব্যাগের ভিতর থেকে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো বিপুল পরিমান প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার হয়। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। প্যাঙ্গোলিনের মাংস এবং আঁশের চিন এবং ভিয়েতনামে ব্যাপক চাহিদা রয়েছে। প্যাঙ্গোলিনের আঁশ থেকে ত্বকের বিশেষ ওষুধ তৈরি হয় চিনে। চাহিদা থাকার উদ্দেশ্যেই নেপাল হয়ে চিনে ওই আঁশ পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের।

আরও পড়ুন….লকডাউনে কাজ হারিয়ে আপেল কুল চাষ করে তাক লাগিয়ে দিলেন কয়েকজন পরিযায়ী শ্রমিক

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top