বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়ল। সম্প্রতি বন দফতরের পাতা ট্র্যাপ ক্যামেরায় এই ছবি ধরা পড়ে। শনিবার এই ছবি প্রকাশ করে বক্সা ব্যাঘ্র প্রকল্প কতৃপক্ষ। বন দফতরের দাবি এই ছবি একটি পুরুষ পুর্নবয়স্ক ব্ল্যাক প্যান্থারের।
একই ব্ল্যাক প্যান্থারের একাধিক ছবি বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের কোর এড়িয়াতে ধরা পড়েছে। বন্য প্রানীদের নিরাপত্তার কারনে সুনির্দিষ্টভাবে কোন এলাকায় কবে এই ছবি ক্যামেরা বন্দী হয়েছে তা বলতে নারাজ বন কর্তারা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম বিভাগের উপক্ষেত্র অধিকর্তা পারভিন কাশোয়ান বলেন, ” এর আগেও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়েছিল।
এবার একটি পুর্নবয়স্ক পুরুষ ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জীব বৈচিত্র যে অত্যন্ত ভাল অবস্থায় রয়েছে এই ছবি তার প্রমান। আরও বেশ কিছু বিরল বন্য প্রানের ছবি ধরা পড়েছে। যা আমরা ধীরে ধীরে প্রকাশ করব।” উল্লেখ্য ১৯৮২ সালে আলিপুরদুয়ার জেলার বক্সার জঙ্গল বক্সা টাইগার রিজার্ভ হিসাবে স্বীকৃতি পায়।
আর ও পড়ুন দিল্লিতে বায়ু দুষণের জেরে এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ
মোট ৭৬০ বর্গকিমি এলাকা জুড়ে বক্সা টাইগার রিজার্ভের ৪০০ বর্গকিমি এলাকা সংরক্ষিত জঙ্গল। বাকিটা বাফার এলাকা। শেষ ২০ বছরে এই জঙ্গলে সরাসরি বাঘেদের তেমন কোন অস্তিত্ব লক্ষ্য করা যায় নি। সেই কারনে বাইরে থেকে বাঘ এনে এই বনাঞ্চলের হারিয়ে যাওয়া গৌরব ফেরাতে উদ্যোগ নিয়েছে রাজ্য বনদফতর।
এরই মধ্যে গত বছর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের পূর্ব বিভাগের জঙ্গলে জোড়া ব্ল্যাক প্যান্থার দেখা মেলায় হৈচৈ পড়ে গিয়েছিল। সম্প্রতি আরেকবার ব্ল্যাক প্যান্থারের ছবি ক্যামেরা বন্দী হল। ব্ল্যাক প্যান্থার ছাড়াও এরআগে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ক্লাউডেড লেপার্ড সহ নানান বিরল প্রজাতির মাংসাশী প্রাণীর সন্ধান মিলেছে। ফলে স্বাভাবিকভাবেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জীব বৈচিত্র ভাল হচ্ছে বলে দাবি করছে বন দফতর।
উল্লেখ্য, বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়ল। সম্প্রতি বন দফতরের পাতা ট্র্যাপ ক্যামেরায় এই ছবি ধরা পড়ে। শনিবার এই ছবি প্রকাশ করে বক্সা ব্যাঘ্র প্রকল্প কতৃপক্ষ। বন দফতরের দাবি এই ছবি একটি পুরুষ পুর্নবয়স্ক ব্ল্যাক প্যান্থারের।একই ব্ল্যাক প্যান্থারের একাধিক ছবি বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের কোর এড়িয়াতে ধরা পড়েছে। বন্য প্রানীদের নিরাপত্তার কারনে সুনির্দিষ্টভাবে কোন এলাকায় কবে এই ছবি ক্যামেরা বন্দী হয়েছে তা বলতে নারাজ বন কর্তারা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম বিভাগের উপক্ষেত্র অধিকর্তা পারভিন কাশোয়ান বলেন, এর আগেও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়েছিল। এবার একটি পুর্নবয়স্ক পুরুষ ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়েছে।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের জীব বৈচিত্র যে অত্যন্ত ভাল অবস্থায় রয়েছে এই ছবি তার প্রমান। আরও বেশ কিছু বিরল বন্য প্রানের ছবি ধরা পড়েছে। যা আমরা ধীরে ধীরে প্রকাশ করব।” উল্লেখ্য ১৯৮২ সালে আলিপুরদুয়ার জেলার বক্সার জঙ্গল বক্সা টাইগার রিজার্ভ হিসাবে স্বীকৃতি পায়।মোট ৭৬০ বর্গকিমি এলাকা জুড়ে বক্সা টাইগার রিজার্ভের ৪০০ বর্গকিমি এলাকা সংরক্ষিত জঙ্গল। বাকিটা বাফার এলাকা।
শেষ ২০ বছরে এই জঙ্গলে সরাসরি বাঘেদের তেমন কোন অস্তিত্ব লক্ষ্য করা যায় নি। সেই কারনে বাইরে থেকে বাঘ এনে এই বনাঞ্চলের হারিয়ে যাওয়া গৌরব ফেরাতে উদ্যোগ নিয়েছে রাজ্য বনদফতর।এরই মধ্যে গত বছর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের পূর্ব বিভাগের জঙ্গলে জোড়া ব্ল্যাক প্যান্থার দেখা মেলায় হৈচৈ পড়ে গিয়েছিল। সম্প্রতি আরেকবার ব্ল্যাক প্যান্থারের ছবি ক্যামেরা বন্দী হল। ব্ল্যাক প্যান্থার ছাড়াও এরআগে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ক্লাউডেড লেপার্ড সহ নানান বিরল প্রজাতির মাংসাশী প্রাণীর সন্ধান মিলেছে। ফলে স্বাভাবিকভাবেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জীব বৈচিত্র ভাল হচ্ছে বলে দাবি করছে বন দফতর।