দেশ -;প্যারা অ্যাথলেটিকসের বিশ্ব চ্যাম্পিয়নশিপে নজর কেড়েছেন ভারতীয় অ্যাথলেটরা। পুরুষদের ক্লাব থ্রোয়ের এফ-৫১ বিভাগে ধরমবীর নৈন দুর্দান্ত পারফরম্যান্স করে রুপো জিতেছেন। তিনি ২৯.৭১ মিটার দূরত্বে ছুঁড়ে এই সাফল্য অর্জন করেন। অন্যদিকে, অতুল কৌশিক এফ-৫৭ বিভাগের ডিসকাস থ্রোয়ে উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়ে ব্রোঞ্জ পদক জয় করেছেন। তাঁর সেরা থ্রো ছিল ৪৫.৬১ মিটার।
এই মুহূর্তে চ্যাম্পিয়নশিপে ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১-তে। এর মধ্যে রয়েছে চারটি সোনার পদক। আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিক এই সাফল্য ভারতীয় প্যারা অ্যাথলেটদের সক্ষমতা ও কঠোর পরিশ্রমের প্রতিফলন।
