পুজোতে প্রকট হচ্ছে দুর্যোগের আশঙ্কা, বৃষ্টির সঙ্গে হতে পারে ঝড় । ঘূর্ণাবর্তের ঘনঘটায় আরও দুর্যোগ আসন্ন। আবহাওয়া বিদরা মনে করছেন, মৌসুমী বায়ুর বিদায়ক্ষণে বর্ষা আবার দাপুটে ইনিংস খেলে যেতে পারে। তিনটি পৃথক ঘূর্ণাবর্তের জেরে শেষবেলায় বর্ষা প্রকট আকার নিতে পারে।
উত্তর আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে আরো একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। শুধু বঙ্গোপসাগরই নয়, ভারতের পশ্চিম উপকূলবর্তী পূর্ব মধ্য আরব সাগরের উপর অব্যাহত রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। ফলে তিনটি পৃথক ঘূর্ণাবর্তের জেরে শেষবেলায় বর্ষা শুরু হতে পারে।
আবদবিদরা জানিয়েছেন, একটি ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য আরব সাগর থেকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বঙ্গোপসাগরে তৈরি অন্য একটি ঘূর্ণাবর্ত অভ্যন্তরীণ কর্ণাটক ও তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। তিনট ঘূর্ণাবর্তই টার্গেট করেছে ভারতের দক্ষিণাঞ্চলকে। এর ফলে আবহাওয়ার বৈশিষ্ট্যগুলি দক্ষিণাঞ্চলে মাঝারি বৃষ্টিপাত ঘটাবে। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলবর্তী এলাকায় ঝোড়ো বাতাসও বইতে পারে।
আর ও পড়ুন পুজোর মরসুমে ব্যাঙ্কের ছুটির লিস্ট দেখে নিন
ফলে, ফের দুর্যোগের সম্ভাবনা দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। উত্তর আন্দামান সাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হতে চলেছে, তা পরবর্তীকালে একটি নিম্নচাপ এবং গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। অতএব, এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় জাওয়াদ-এ রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকছে। এটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের অভিমুখে ধেয়ে আসবে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
সুতরাং, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এবং রায়ালসিমায় পরবর্তী ৩ থেকে ৪ দিনের জন্য বৃষ্টিপাত হতে পারে। হাতে পারে ঝড়ও। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ফের ঘূর্ণিঝড়ের হানায় ত্রস্ত হতে পারে দক্ষিণাঞ্চল বঙ্গোপসাগর ও আরব সাগরে একসঙ্গে তিন-তিনটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের প্রভাবে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার উপর বৃষ্টির কার্যক্রম তীব্র হতে পারে। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত দেশের পূর্ব উপকূলে হানা দেবে। এই ঘূর্ণাবর্ত পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়ে পরিণত হলে দুর্যোগের সম্ভাবনা প্রবল।