এবার তারকা ভরা বিগ বস ওটিটির পার্টিসিপেন্ট লিস্ট প্রকাশ্যে এলো। ছোটপর্দায় সবচেয়ে বিতর্কিত রিয়ালিটি শো হল এই বিগ বস। গ্ল্যামার ওয়ার্ল্ড এর অনেক অভিনেতা অভিনেত্রী এই বিগ বস থেকেই নিজেদের বলিউড যাত্রা শুরু করেছেন। বিগ বস রিয়ালিটি শোয়ের সঞ্চালনায় দেখতে পাওয়া যায় সালমান খানকে। এই শোয়ের অন্যতম সাফল্যের কারণও সঞ্চালক সালমান খান।
গ্ল্যামারে ভরপুর এই রিয়ালিটি শো এবার আসছে ওটিটি প্লাটফর্মে। করোনা পরিস্থিতিতে দর্শকদের ওটিটির প্রতি নতুন আকর্ষণের কথা মাথায় রেখেই সেই পরিকল্পনা করা হয়েছে বলে জানা গিয়েছে। তাই টিভিতে শুরু হওয়ার প্রায় ৬ সপ্তাহ আগে ওটিটিতে মুক্তি পাচ্ছে বিগ বস। এই সিজনে প্রথম থেকেই শোনা যাচ্ছিল, বাড়ির সদস্য হতে পারে জনপ্রিয় সংগীত শিল্পী নেহা ভাসিন। এবার সেই নামেই পড়ল শিলমোহর।
ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ‘নাগিন’ সিরিয়ালের অভিনেতা অর্জুন বিজলানি কে থাকছেন এই সিজনে। বড়ে ভাইয়া কি দুলহানিয়া, মেরি গঙ্গা ও বেপানার মতো ধারাবাহিকের চেনা মুখ উর্ফি জাভেদও থাকছেন। এছাড়া, তুম বিন সিনেমায় ডেবিউ করা চকোলেট বয় রাকেশ বাপাট কেও দেখা যাবে বিগ বসের বাড়িতে। শোনা যাচ্ছে, এই সিজনে দেখা যেতে পারে অনুসা দান্ডেরকরকে।