প্রকাশ্যে এলো ভারতের সর্ব কনিষ্ঠ সিরিয়াল কিলার

প্রকাশ্যে এলো ভারতের সর্ব কনিষ্ঠ সিরিয়াল কিলার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ২১শে জানুয়ারি২০২১: প্রকাশ্যে এল সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলার। 8 বছর বয়সী বালকের নাম অমরজিৎ। ঘটনাটি বিহারের মুশাহার গ্রামের।

অমরজিৎ এর বিরুদ্ধে প্রথম অভিযোগ ওঠে ২০০৬ সালে যখন প্রথম বার সে তার চাচাতো বোনকে খুন করে। এখানেই শেষ নয় চাচাতো বোনের পর নিজের ৮ মাস বয়সী বোনকে খুন করে সে। পরিবারের লোকজন জানার পরেও পারিবারিক বিষয় ভেবে অমর জিৎ এর এড়িয়ে যায়। তৃতীয়বারে অমরজিৎ ফের এক শিশুকন্যাকে হত্যা করে। অমর জিৎ এর শেষ হত্যার শিকার ৬ বছরের ছোট্ট মেয়ে খুশবু। খুশবুর মায়ের অভিযোগ ওকে স্কুল ঘরে ঘুম পাড়িয়ে রেখে কাজ করছিলেন তিনি তারপরে আর নিজের মেয়েকে খুঁজে পাননি তিনি। এই ঘটনার কথা অমরজিৎ স্বীকার করে নিয়ে জানায় তার মেয়ে খুশবু কে ইট দিয়ে মেরে শ্বাসরোধ করে খুন করেছে সে। এরপর সে নিজেই গ্রামবাসীদের খুশবু কে যেখানে পুঁতে রেখেছিল সেখানে নিয়ে যায়। তিনটে হত্যায় এ কিভাবে করা হয়েছে। একজন মনোবিজ্ঞানের ভাষায় অমরজিৎ হল একজন স্যাডিস্ট যে অন্যকে আঘাত করে নিজে আনন্দ পায়। ১৮ বছর না হওয়ায় রনজিত কে রাখা হয়েছে মুঙ্গের শহরের একটি হোমে।

আরও পড়ুন…প্যাঙ্গোলিনের আঁশ সহ গ্রেপ্তার এক ব্যক্তি

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top