
নিউজ ডেস্ক : ‘৮৩’-র প্রমোশনে বেরিয়েছিলেন। একসঙ্গেই দেখা যায় স্বামী-স্ত্রীকে। ক্যামেরার সামনে হাজির হওয়ার পর মুম্বইয়ের একটি ক্লাবে হাজির হন সিং দম্পতি। সেখানেই গানের সঙ্গে কোমর দোলাতে দেখা যায় রণবীর-দীপিকাকে। ফলে রণবীর-দীপিকার নাচের ভিডিও যখন প্রকাশ্যে আসে, তখনই হু হু করে তা ভাইরাল হয়ে যায়।
https://www.instagram.com/p/B3WMQDjn01K/?utm_source=ig_web_copy_link
বিয়ের পর ‘৮৩’-দিয়ে রূপোলি পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন রণবীর সিং এবং দীপিকা পাডুকন। এই সিনেমায় কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। পাশাপাশি কপিল দেবের স্ত্রী রোমি দেবের চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকনকে।



















