নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ১৪ জানুয়ারি, প্রকাশ্য দিবালোকে শহরের প্রাণকেন্দ্রে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে।মৃত তৃণমূল কর্মীর নাম সান্তনু মাহাতো ওরফে গনা(বয়স ৩৫)।
সূত্রের খবর,মঙ্গলবার দুপুরে শান্তিপুর এর বড় বাজার এলাকায় একটি দোকানে বসে থাকার সময় তৃণমূল কর্মী সান্তনু মাহাতোকে ঘিরে ধরে কোপাতে থাকে কিছু দুস্কৃতী।পরে স্থানীয় মানুষজন ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে শান্তিপুর ও পরে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।পরিবারের অভিযোগ,তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই খুনের ঘটনা।মৃত্যের পরিবারের অভিযোগ,শান্তিপুরের চেয়ারম্যান আজয় দে এর ঘনিষ্ঠ সান্তনু মাহাতো ওরফে গনা কে দীর্ঘদিন নিজের দিকে টানার চেষ্টা করছিল শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য।অভিযোগ,বিধায়কের কথায় গুরুত্ব না দেওয়ার কারণেই মঙ্গলবার দিনের বেলা সবার সামনে সন্তনুকে খুন করে দুস্কৃতিরা।ঘটনায় সরাসরি বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে মৃতের পরিবার।পুলিশ সূত্রে খবর,মৃত সান্তনু মাহাতো ওরফে গনার বিরুদ্ধে শান্তিপুর থানায় একাধিক অসামাজিক মূলক কাজের অভিযোগ আছে।রাজনৈতিক কারণে খুন,না সমাজবিরোধী গোষ্ঠী কোন্দলের কারণে এই খুন তা তদন্ত করছে শান্তিপুর থানার পুলিশ।