উত্তর২৪পরগণা:- ▪প্রকাশ্য দিবালোকে ভাটপাড়ার ১৮ নং ওয়ার্ডে চলল গুলি, আহত এক যুবক। আহত যুবকের নাম রাজু সাউ (৩৫)। রাজু জুটমিলের শ্রমিক। আজকে পাড়ার কলে জল ভরতে গেলে তাকে গুলি করা হয়। অভিযোগ, তারই প্রতিবেশী রাজা আনসারীর সাথে তার পুরোনো শত্রুতাকে কেন্দ্র করে বচসা শুরু হয়, এই ঘটনাতেই তাকে গুলি করে হত্যার চেষ্টা করে রাজা।

আহত অবস্থায় রাজুকে প্রথমে ভাটপাড়া রাজ্য সাধাঃ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে কল্যাণী মেডিকেল কলেজ স্থানান্তরিত করা হয়েছে।ঘটনাস্থলে পৌঁছেছন সাংসদ অর্জুন সিং। তিনি পুলিশি নিষ্ক্রিয়তার দাবি করেন, তিনি জানান পুলিশ ঘটনার একঘন্টা পরে ঘটনাস্থলে পৌঁছয়। জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তিনি আধিকারিক দের ওপরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।স্থানীয় তৃণমূল নেতা সঞ্জয় সিং এর বক্তব্য, ঘটনাটি সম্পূর্ণ অরাজনৈতিক। এই ঘটনা নিছকই দুই বন্ধুর ঠাট্টা মজার ছলে ঘটেছে।