Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Outbreaks of intestinal diseases reported in Daspur. 50 infected crossed

দাসপুরে আন্ত্রিকের প্রকোপ, আক্রান্ত ৫০ পেরোল

দাসপুরে আন্ত্রিকের প্রকোপ, আক্রান্ত ৫০ পেরোল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
প্রকোপ

দাসপুরে আন্ত্রিকের প্রকোপ, আক্রান্ত ৫০ পেরোল। অভিযোগ, সজল ধারার জল থেকেই এই  আন্ত্রিক প্রকোপ।তবে স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক অনুমান পুজোর প্রসাদে বিষক্রিয়ার ফল এমন ঘটেছে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ পাড়ার সরকারি সজলধারার জল থেকেই আন্ত্রিক প্রকোপের এই বাড়বাড়ন্ত। আক্রান্তরা বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র সহ গ্রামেও চিকিৎসাধীন।

 

মেডিক্যাল টিম নিয়ে এলাকা ঘুরে দেখলেন মহকুমাশাসক। জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েতের আলু পাড়ায় বেশকিছুদিন ধরেই আন্ত্রিকের প্রকোপ দেখা দিয়েছে।পায়খানা, বমি, জ্বর নিয়ে ইতিমধ্যে অসুস্থের সংখ্যা ৫০ ছাড়িয়েছে বলে দাবি স্থানীয়দের। খবর পেয়েই মেডিক্যাল টিম নিয়ে গ্রামে যান ব্লক স্বাস্থ্য আধিকারিক।

 

 

আর ও  পড়ুন    কংগ্রেসের জাতীয়তাবাদী আদর্শকে ঢেকে দিয়েছে বিজেপি, বললেন রাহুল গান্ধী

 

দাসপুর ১ ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ্ত ঘোড়ই আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন। সেই সঙ্গে আক্রান্তদের দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ।আধিকারিকের উপস্থিতিতে সংগ্রহ করা হয় পানীয় জলের নমুনা। স্থানীয়দের দাবি, পাড়ার সরকারি সজলধারার জল থেকেই আন্ত্রিকের এই বাড়বাড়ন্ত।

 

অন্যদিকে, জানা গেছে এই আন্ত্রিকের প্রকোপ শুধু রাজনগরের আলু পাড়ায় সীমাবদ্ধ নেই, পাশাপাশি এলাকা থেকেও আক্রান্তের খবর মিলছে বলে জানান এলাকার বাসিন্দারা।প্রশাসন দ্রুত এর উৎস খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ করুক দাবি এলাকাবাসীর। ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।

 

উল্লেখ্য, দাসপুরে আন্ত্রিকের প্রকোপ, আক্রান্ত ৫০ পেরোল। অভিযোগ, সজল ধারার জল থেকেই এই  আন্ত্রিক প্রকোপ।তবে স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক অনুমান পুজোর প্রসাদে বিষক্রিয়ার ফল এমন ঘটেছে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ পাড়ার সরকারি সজলধারার জল থেকেই আন্ত্রিক প্রকোপের এই বাড়বাড়ন্ত। আক্রান্তরা বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র সহ গ্রামেও চিকিৎসাধীন। মেডিক্যাল টিম নিয়ে এলাকা ঘুরে দেখলেন মহকুমাশাসক।

 

জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েতের আলু পাড়ায় বেশকিছুদিন ধরেই আন্ত্রিকের প্রকোপ দেখা দিয়েছে।পায়খানা, বমি, জ্বর নিয়ে ইতিমধ্যে অসুস্থের সংখ্যা ৫০ ছাড়িয়েছে বলে দাবি স্থানীয়দের। খবর পেয়েই মেডিক্যাল টিম নিয়ে গ্রামে যান ব্লক স্বাস্থ্য আধিকারিক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top