
বাবুল সুপ্রিয় ভবানীপুরে বিজেপি প্রার্থীর পক্ষে প্রচার চালাবেন? ভবানীপুরে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে থাকছি না, স্পষ্ট জানালেন বাবুল সুপ্রিয়। ভবানীপুরে বিজেপির তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র।
এ প্রসঙ্গে বাবুল বলেন, ‘অনুমতি ছাড়াই আমার নাম রাখা রয়েছে ভবানীপুরে বিজেপির তারকা প্রচারকের তালিকায়। ভবানীপুরে বিজেপির হয়ে প্রচারে যাচ্ছি না। আমার নাম যে তারকা প্রচারকের তালিকায় রাখা হল এ ব্যাপারে আমায় কোনও কিছু কেউ জানায়নি। ভবানীপুরে উপনির্বাচন নিয়ে দলের তরফে কেউ আমার সঙ্গে কোনও আলাপ-আলোচনা করেনি।’
দিলীপ ঘোষ বলেন, ‘বাবুল যে পার্টিতে নেই এমন কোনও তথ্য আমাদের কাছে নেই। আমরা জানি যে বাবুল সুপ্রিয় আমাদের দলের সাংসদ, পার্টির একজন কার্যকর্তা। তাই পার্টির নির্দেশেই কাজ করা উচিত বাবুল সুপ্রিয়র।’
আর ও পড়ুন অভিনেত্রী জাহ্নবী কাপুরের ভিডিও দেখলে আপনি এই সুবিধা পাবেন
উল্লেখ্য, অনুমতি না নিয়ে ভবানীপুরে বিজেপির তারকা প্রচারকের তালিকায় তার নাম কেন রাখা হল, এ বিষয়ে ঘনিষ্ঠমহলে যথেষ্ট ক্ষোভপ্রকাশ করছেন বাবুল সুপ্রিয়, এমনটাই জানাচ্ছে বঙ্গ বিজেপির একটি সূত্র। তারকা প্রচারকের তালিকায় বাবুলের নাম দেওয়া হল অথচ তিনি প্রচারে আসবেন না বলে জানিয়ে দিলেন, এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব।
ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ডাকাবুকো যুব মোর্চা নেত্রী। পেশায় আইনজীবী। দীর্ঘদিন ধরে বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র আইনি পরামর্শদাতা হিসাবে কাজ করছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সঙ্গে সুসম্পর্ক বজায় রয়েছে বাবুলের। সেই সূত্র ধরেই প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচার কার্যে বাবুল সুপ্রিয়কে কাজে লাগাতে চাইছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
উল্লেখ্য, বাবুল বলেন, ‘অনুমতি ছাড়াই আমার নাম রাখা রয়েছে ভবানীপুরে বিজেপির তারকা প্রচারকের তালিকায়। ভবানীপুরে বিজেপির হয়ে প্রচারে যাচ্ছি না। আমার নাম যে তারকা প্রচারকের তালিকায় রাখা হল এ ব্যাপারে আমায় কোনও কিছু কেউ জানায়নি। ভবানীপুরে উপনির্বাচন নিয়ে দলের তরফে কেউ আমার সঙ্গে কোনও আলাপ-আলোচনা করেনি।’