ঢোল পিটিয়ে কোচবিহারে প্রচারে তৃনমূল। সাতসকালে ঢোল পিটিয়ে পদযাত্রায় বের হয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতারের দাবিতে একাধিক গ্রামে প্রচার সারলো তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। মঙ্গলবার কোচবিহারের নাককাটি গাছে এলাকায় এই পদযাত্রা হয়। ঢোল পিটিয়ে অভিনব ভাবে তৃণমূলের জেলা সভাপতি এই পদযাত্রাকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে।
ঢোল পিটিয়ে গ্রামে গ্রামে তৃণমূল জেলা সভাপতি প্রচার নিয়ে অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতি মন্ত্রী নিশীথ প্রামানিক কিছু বলতে চাননি। তবে তিনি জানান, আলিপুরদুয়ারের ঘটনায় ইতিমধ্যে উচ্চ আদালত ওই মামলায় স্থগিতাদেশ জারি করেছে।
এদিকে এদিন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সাতসকালে কোচবিহারের নাককাটি গাছ থেকে বেশ কয়েক কিলোমিটার পদযাত্রায় শামিল হন।
পদযাত্রা শেষ হয় দধিয়াল এলাকা পর্যন্ত।সেখানে বাড়ি বাড়ি গিয়ে ঢোল পিটিয়ে তিনি উল্লেখ করেন আলিপুরদুয়ারের সোনার দোকানে ডাকাতির মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি জেলার লজ্জা। তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এরপরই ঢোল পিটিয়ে মানুষকে বিষয়টি জানান দেন। তৃণমূলের জেলা সভাপতির অভিনব এই পদযাত্রাকে ঘিরে রাজনৈতিক মহলেও ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন – আর্সেনিকমুক্ত জল তৈরিতে ‘পেটেন্ট’ পেলেন রায়গঞ্জের অধ্যাপক স্পন্দন ঘোষ
তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, কেন্দ্রীয় সরকারের নানা জনবিরোধী নীতির পাশাপাশি বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতারের দাবিতে তাদের এই পদযাত্রা ও আন্দোলন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানান আলিপুরের ঘটনায় ইতিমধ্যে উচ্চ আদালত এই মামলার উপরে স্থগিতাদেশ দিয়েছে। ঢোল পিটিয়ে কোচবিহারে প্রচারে তৃনমূল। সাতসকালে ঢোল পিটিয়ে পদযাত্রায় বের হয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতারের দাবিতে একাধিক গ্রামে প্রচার সারলো তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। মঙ্গলবার কোচবিহারের নাককাটি গাছে এলাকায় এই পদযাত্রা হয়। ঢোল পিটিয়ে অভিনব ভাবে তৃণমূলের জেলা সভাপতি এই পদযাত্রাকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে।কোচবিহারে