প্রচার থেকে দূরত্বে দেব-শুভশ্রী, ‘ধূমকেতু’ নিয়ে জল্পনা তুঙ্গে

প্রচার থেকে দূরত্বে দেব-শুভশ্রী, ‘ধূমকেতু’ নিয়ে জল্পনা তুঙ্গে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে মুক্তির মুখে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এবং রাণা সরকার প্রযোজিত চলচ্চিত্র ‘ধূমকেতু’। বহুদিন পর এই ছবিতে একসঙ্গে পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী—যারা এক সময়ের সুপারহিট জুটি হিসেবে পরিচিত ছিলেন। তবে ছবির প্রচারে তাঁদের একসঙ্গে দেখা না যাওয়ায় তৈরি হয়েছে নতুন জল্পনা।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’ ছবির দ্বিতীয় গান ‘মা’। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা দেব, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সঙ্গীত পরিচালক অনুপম রায় এবং বর্ষীয়ান অভিনেতা দুলাল লাহিড়ি। তবে সেখানে অনুপস্থিত ছিলেন নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কেন তিনি এলেন না—এই প্রশ্ন ঘিরে বাড়ছে চর্চা। দেব জানিয়েছেন, শুটিংয়ের ব্যস্ততার কারণেই শুভশ্রী অনুষ্ঠানে আসতে পারেননি।

যদিও একসময় দেব-শুভশ্রীর অনস্ক্রিন রসায়ন দর্শকদের মুগ্ধ করত, বর্তমানে তাঁদের প্রচারে না থাকা ঘিরে কৌতূহলের সৃষ্টি হয়েছে দর্শকমহলে। ছবির বিষয়বস্তু, সামাজিক প্রেক্ষাপট ও দেবের নতুন লুক ইতিমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকলেও, অফস্ক্রিন দূরত্ব ‘ধূমকেতু’ ছবির বক্স অফিস সাফল্যে কতটা প্রভাব ফেলবে, তা দেখার বিষয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top