নিজস্ব সংবাদদাতা,রানিগঞ্জ,৫ই জুলাই :রানিগঞ্জ শিশু বাগান মোড় এলাকায় বৃহস্পতিবার বিকেলে নারকটিক কন্ত্রল বিউরো কলকাতা ইউনিট এর পক্ষ থেকে ১০ সদস্যের একটি দল অতর্কিতে হানা দিল রানীগঞ্জের অশোক সিংহ নামের এক মসলা ব্যবসায়ীর বাড়িতে সূত্রের খবর নারকটিক বিভাগের সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে বাস কোপা এলাকা থেকে টোল প্লাজার কাছে তল্লাশি চালিয়ে দুই ব্যক্তি সহ একটি গাড়ি আটক করে তাতে ব্যাপক পরিমাণ আফিম উদ্ধার করে তাদের আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করলে ভিতর রানীগঞ্জের মসলা ব্যবসায়ী অশোক সিংয়ের নাম জানালে নারকটিক বিভাগের বিশেষ তদন্তকারী দল
বৃহস্পতিবার বিকেলে ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু মূল্যবান নথি উদ্ধার করে সূত্রের দাবি অশোক সিংহ দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল তার ছেলে বিক্রম সিংহ কেউ এই ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে তারা সূত্রের দাবি ওই ব্যবসায়ী আন্তঃরাজ্য মাদক চক্রের সাথে যুক্ত ছিল । তাদের অন্যান্য ঠিকানার খোঁজে জোর তল্লাশি শুরু করেছে নারকটিক ডিপার্টমেন্টের আধিকারিকেরা সূত্রের দাবি অশোক সিংহ এই আফিম পাচার চক্রের মূল চক্রি।