নিজস্ব সংবাদদাতা ২৫জানুয়ারি ২০২১ পশ্চিম বর্ধমান,সালানপুর: আগামীকাল ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আর প্রজাতন্ত্র দিবসে যাতে এ রাজ্যে কোনো নাশকতার ঘটনা না ঘটে সেই কারণে বাংলা ঝাড়খন্ড সীমান্ত ডুবুরি চেকপোস্টে শুরু হয়েছে নাকা তল্লাশি।
সোমবার সকাল থেকেই ডুবুরডি চেকপোস্ট এলাকায় তল্লাশি শুরু করেছে কুলটি থানার পুলিশ। ঝাড়খন্ড থেকে আগত সমস্ত গাড়ি দাঁড় করিয়ে পরীক্ষা করা হচ্ছে। গাড়ির ডিকি খুলে বা গাড়ির বিভিন্ন অংশে পুলিশের তল্লাশি চালিয়ে পরীক্ষা করছে। যাতে কোনরকম অস্ত্র বা বিস্ফোরক বা অন্য কিছু নিয়ে এ রাজ্যে কেউ প্রবেশ করতে না পারে। পাশাপাশি ভিন রাজ্য থেকে আসা গাড়িগুলির যাত্রীদেরও বিশেষভাবে নজর রাখা হচ্ছে। প্রয়োজনে তাদের পরিচয় পত্র দেখা হচ্ছে পুলিশের তরফে।এদিন কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির ইনচার্জ অনন্ত কুমার রায় নিজে সমস্ত গাড়ির তল্লাশি চালায়। প্রজাতন্ত্র দিবসে নিরাপত্তার কারনেই এমন নাকা চেকিং বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন…করোনা এবং বিজেপি দুই শক্তিকে তাড়াতে বৈদ্যবাটিতে যজ্ঞের আয়োজন তৃণমূলের