ভারতে এখনও মেলেনি করোনার নতুন প্রজাতি ওমিক্রন। দক্ষিণ আফ্রিকাতেই প্রথম মিলেছে করোনার নতুন প্রজাতি ‘বি.১.১.৫২৯’। যার নাম ওমিক্রন। ইতিমধ্যে এই ভাইরাস ১২টি দেশে ছড়িয়ে পড়েছে। তবে আশার কথা, ভারতে এখনও মেলেনি এই নতুন প্রজাতি। সংসদে এদিন জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি জানালেন, এই নতুন প্রজাতির মোকাবিলায় ভারত তৈরি। করোনার বিধিনিষেধের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হল বলেও জানিয়েছে কেন্দ্র।
এদিন সংসদে মনসুখ মাণ্ডব্য বললেন, ‘এখন পর্যন্ত এদেশে কোভিডের নতুন প্রজাতি ওমিক্রনের দেখা মেলেনি। আমরা সন্দেহজনক কেস খতিয়ে দেখছি। সেই রোগীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠাচ্ছি। মহামারির সময় আমরা অনেক কিছু শিখেছি। এখন আমাদের অনেক গবেষণাগার, পরিকাঠামো। আমরা সব রকম পরিস্থিতির মোকাবিলা করতে পারব।’
গতকালই আইসিএমআর–এর এপিডেমিওলজি বিভাগের প্রধান ডা. সমীরণ পাণ্ডার মন্তব্যে উদ্বেগ ছড়িয়েছিল। তিনি বলেছিলেন, ‘ভারতে এই প্রজাতিতে সংক্রামিতের হদিশ মিললে অবাক হব না। নতুন প্রজাতির যা সংক্রামক ক্ষমতা, তাতে এদেশে হদিশ মেলা এখন সময়ের অপেক্ষা।’
আর ও পড়ুন ওমিক্রন হয়ে উঠতে পারে জনগণের জন্য আর্শিবাদ
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণা জানিয়েছেন, বর্তমান করোনা পরীক্ষা ব্যবস্থাতেই ধরা পড়বে ওমিক্রনের সংক্রমণ। এমনকী সস্তার বা অ্যান্টিজেন পরীক্ষাতেও এই নতুন প্রজাতির সংক্রমণের হদিশ মিলবে। তাই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে করোনা পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি হোম আইসোলেশন, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন, কন্টেইনমেন্ট জোন গঠন, টিকাকরণের ওপরেও জোর দিতে বলেছে রাজ্যগুলোকে।
সোমবারই ভারতে আসা আন্তর্জাতিক বিমানযাত্রীদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ১ ডিসেম্বর রাত ১২টা থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। ওই নির্দেশিকা অনুযায়ী, যেসব দেশে ওমিক্রন সংক্রমণের ‘ঝুঁকি’ রয়েছে, সেখান থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে বাধ্যতামূলক কোভিড পরীক্ষা করাতে হবে। এই পরীক্ষায় কারও করোনা ধরা পড়লে, তাঁকে আইসোলেশনে যেতে হবে। এছাড়াও ওই সব থেকে আসা যাত্রীদের সাত দিন কোয়ারেন্টাইনে থাকতেই হবে।