আরও হয়তো অনেক কিছু দেখার বাকি আছে জাতীয় রাজনীতির পর্যবেক্ষকদের। কারণ নরেন্দ্র মোদি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করলেন। যিনি কংগ্রেসের তথা সর্বভারতীয় রাজনীতির চাণক্য বলে পরিচিত। যিনি আরএসএসের মঞ্চে দাঁড়িয়ে পথ চলার দিকনির্দেশ করেছেন বলে মনে করেন অনেক কংগ্রেসি। তাঁর কাছে আশীর্বাদ নিতে পৌঁছেছেন লার্জার দ্যান লাইফ নরেন্দ্র মোদি। যা এখন সত্যিই চর্চার বিষয়। কারণ এখানেও কোনও সমীকরণ আছে বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
কিন্তু মঙ্গলবার শুধু দেখা–সাক্ষাতেই বিষয়টি থেমে থাকেনি। দুই রাষ্ট্রনেতার একের পর এক টুইট, প্রশংসার পাল্টা প্রশংসা এবং পরস্পরকে বিশেষ সম্বোধন জাতীয় রাজনীতির তাপমাত্রা বাড়িয়ে দিল। মোদি এদিন দেখা করার পর টুইট করে প্রণববাবুকে ‘কূটনৈতিক বিশেষজ্ঞ’ বা স্টেটসম্যান সম্বোধন করেছেন। পাল্টা প্রাক্তন রাষ্ট্রপতি টুইট করে ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ প্রতিশ্রুতির সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
ঠিক কী টুইট করেছেন নরেন্দ্র মোদি? এদিন প্রণববাবুর সঙ্গে দেখা করার পর তিনি টুইটে লিখেছেন, ‘প্রণব দা এমন একজন মানু্ষ যাঁর সঙ্গে বৈঠক করার পর অভিজ্ঞতা বাড়ে। তাঁর জ্ঞান এবং দৃষ্টিভঙ্গির কোনও তুলনা হয় না। তিনি এমন একজন রাজনীতিবিদ যাঁর অনেক অবদান রয়েছে এই দেশের প্রতি। আমি তাঁর কাছে আজ আশীর্বাদ নিতে গিয়েছিলাম।’
এই টুইটের পাল্টা প্রাক্তন রাষ্ট্রপতি লিখেছেন, ‘আমাকে যে সম্বোধন এবং স্বীকৃতি আপনি দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সঙ্গে বৈঠক অত্যন্ত সুন্দর লেগেছে আমার। যে সাহসিকতার সঙ্গে আপনি দ্বিতীয় ইনিংসের দিকে এগিয়েছেন তাতে আপনার দৃষ্টিভঙ্গি সাফল্য লাভ করুক এই শুভেচ্ছা রইল।’ উল্লেখ্য, গত জানু্য়ারি মাসে মোদি সরকারের জমানায় ভারতরত্ন পেয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
প্রণববাবু ভারতের সেরা কূটনৈতিক বিশেষজ্ঞ, প্রশংসায় পঞ্চমুখ মোদি
প্রণববাবু ভারতের সেরা কূটনৈতিক বিশেষজ্ঞ, প্রশংসায় পঞ্চমুখ মোদি
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram