প্রণয়ে বাধা! তরুণীকে চলন্ত গাড়ি থেকে ঠেলে ফেলে দিল যুবক। একটি মারুতী গাড়ি থেকে পড়ে যাওয়া এক তরুনীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শনিবার সন্ধায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। স্থানীয়রাই খবর দেয় পুলিশে। পুলিশের তদন্তে উঠে আসে একাধিক রহস্যা। স্থানীয়দের দাবি, ওই তরুনী প্রেমের প্রস্তাবে ‘না’ বলায় তাকে কেউ গাড়িতে তুলে পরে গাড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছে। পুলিশ তদন্তে নেমে গ্রেফতার করে এক যুবককে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের পিংলা এলাকার।
শনিবার সন্ধ্যায়, পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত মুণ্ডুমারি এলাকায় হঠাৎই চলন্ত গাড়ি থেকে রাস্তায় পড়ে যায় এক তরুণী। সাথে সাথেই স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঠায় পিংলা গ্রামীণ হাসপাতালে। অনেকেই মনে করেন তরুণীকে ফেলে চম্পট দেয় মারুতি গাড়িটি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো সন্দেহ দানা বাঁধে পুলিসের। শুরু হয় তদন্ত। রাতে পিংলা থানার পুলিশ জানতে পারে আহত ওই তরুণীর বাড়ি পিংলা থানা এলাকাতেই।
এরপরই ওই তরুণীর পরিবারের সদস্যরা এসে লিখিত অভিযোগ দায়ের করে পিংলা থানায়। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। বিভিন্ন এলাকায় তল্লাশির পর পিংলা থানার সুচছড়া গ্রাম থেকে মারুতি সহ গ্রেপ্তার করা হয় সুব্রত দোলুই নামে অভিযুক্ত যুবককে। ধৃতের বাড়ি খড়গপুর লোকাল থানার অন্তর্গত পপরআড়া গ্রামে। তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, ওই তরুণীর সাথে পূর্বপরিচয় ছিল যুবকটির।
গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎই যুবকের সাথে বচসা হয় ওই তরুণীর। এরপরই ঘটে দুর্ঘটনা। যুবকটি তরুণীকে ঠেলে ফেলে দিয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। বেশ কিছুদিন ধরে এই তরুণীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল যুবকটি। তরুণী সেই প্রস্তাব নাকচ করাতেই এমন ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিসের। ইতিমধ্যেই ধৃত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪২ ও ৩০৭ ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। ধৃতকে রবিবার পেশ করা হয় মেদিনীপুর আদালতে।
আরও পড়ুন – খেলার মাধ্যমে প্রয়াত খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি
অন্যদিকে আহত তরুনীকে শনিবার রাতে পিংলা গ্রামীণ হাসপাতাল থেকে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। রাতে তাকে ফের স্থানান্তরিত করা হয় কলকাতায়। বর্তমানে কলকাতাতেই চিকিৎসাধীন আহত তরুণী। সূত্রের খবর, তরুণীর অবস্থা এখনও আশঙ্কাজনক। লক্ষ্মীপুজোর ঠিক আগেই এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পিংলা থানা এলাকায়। ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তির শাস্তির দাবি জানিয়েছেন তরুণীর পরিবারের সদস্যেরা।