প্রতিবন্ধীদের জন্য নজিরবিহীন সিদ্ধান্ত ওটু হাসপাতালের কর্নধার বাইরন বিশ্বাসের। পা না থাকার কারনে যারা হাটতে চলতে পারছেনা সেই সকল প্রতিবন্ধী মানুষদের জন্য মহতি উদ্যোগ নিল মুর্শিদাবাদের ধুলিয়ানের ভূমিপুত্র বিশিষ্ট সমাজসেবী ওটু হাসপাতালের কর্নধার বাইরন বিশ্বাস। বিনামূল্যে অসহায় প্রতিবন্ধী কে পথ চলার জন্য বহুমুল্যের নকল পা লাগানোর কথা পুজো উপলক্ষে ঘোষণা করলেন ওটু হাসপাতালের কর্নধার বাইরন বাবু।
এদিন বাইরন বাবু ঘোষনা করে বলেন ওটু হাসপাতালের তরফে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও সুতি এলাকার পাসাপাসি ঝাড়খণ্ডের পাকুড় সদর শহর এলাকার বেশ কিছু প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটাতে সেই সকল মানুষদের পাসে দাড়াতে তাদের নকল পা লাগানো পাসাপাসি প্রতিবন্ধীদের পথ চলার জন্য বিভিন্ন সরজ্ঞাম প্রদান করা হবে হাসপাতালের তরফে বিনামূল্যে। তিনি আরো বলেন যে সকল প্রতিবন্ধ মানুষ সুবিধা নিতে চান তারা অতি সত্তর আবেদন করুন দ্যা ওটু হাসপাতাল ধুলিয়ান পাকুর রোড দ্যা ওটু হাপাতাল মোড় সামসেরগঞ্জ মুর্শিদাবাদ, ।
আরও পড়ুন – দখলে থাকা ইউক্রেনের লিমান শহর থেকে সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হলো রুশ সেনারা
যাদের কোন সাইজের নকল পায়ের প্রয়োজন তা আপনার আবেদন পত্রে উল্লেখ করুন। আবেদনের সাথে আপনার পরিচয়ের জন্য আধার কার্ডের জেরক্স কপি জমা করবেন আবেদন পত্রের সাথে।
ওটু হাসপাতালের তরফে ইতি মধ্যে বিভিন্ন রকম ভাবে পরিষেবা প্রদান করে চলেছে।
হাসপাতালে কন্যা সন্তানের জন্ম হওয়া প্রথম জনের পরিবার কে সোনার কয়েন তুলে দেওয়ার পাসাপাসি হাসপাতালের কর্নধার বাইরন বিশ্বাস ইতি মধ্যে হাসপাতালে ভর্তি থাকা গর্ভবতী মা জমজ সন্তানের জন্ম দিলে তাকে ১০ গ্রাম সোনার কয়েন তুলে দেওয়া হবে ওটু হাসপাতালের তরফ থেকে ।
হাসপাতালে ইতিমধ্যে বিভিন্ন রকম পরিষেবা প্রদান করে জেলা ও রাজ্যজুড়ে সুনাম অর্জন করেছে।



















