প্রতিবন্ধী অসহায় কে ফের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কংগ্রেস নেতা। প্রতিবন্ধী অসহায় কে ফের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুর্শিদাবাদের সুতি ১ নং ব্লকের কংগ্রেস নেতা তারিকুল আলম আজাদ। কয়েক দিন আগে পথ চলার জন্য বহুমুল্যের স্টিক লাঠি নিজের পকেটের কড়ি খরচ করে প্রদান করার পর ফের নতুন করে রঘুনাথগঞ্জ ১ ব্লকের মঙ্গলজোনের প্রতিবন্ধী রাব্বান সেখের জন্য তার পরিবারের হাতে তুলে দিলেন হুইল চেয়্যার।
জানা গিয়েছে সুতি ১ এর ব্লক কংগ্রেস নেতা তারিকুল আলোম আজাদ অসহায় প্রতিবন্ধীদের সহযোগিতা করেন সেই খবর সোস্যাল মিডিয়া য় দেখে সুতির পারাইপুরের বাবুল সেখ মারফত যোগাযোগ করেন রাব্বানের পরিবারের লোকজন তারিকুল বাবুর সাথে। সেই খবর পেয়ে প্রতিবন্ধী রাব্বানের পরিবার কে তার দোকানে আসতে বলে সেই মতো সেখানে তুল দেওয়া হয় প্রতিবন্ধীদের হুইল চেয়্যার।
আরও পড়ুন – পুজোর আগে সেভাবে জমলো না বাম কর্মচারীদের নবান্ন অভিযান
তারিকুল বাবু হাত থেকে হুইল চেয়্যার পেয়ে খুসি রাব্বান সেখ ও তার পরিবার। তারা জানিয়েছেন কদিন আগে একজন কে স্টিক লাঠি তুলে দেওয়া হয়েছে সেই খবর নয়াজামানা পত্রিকায় প্রকাশিত হয় সেই কাগজের খবর সোস্যাল মিডিয়ায় দেখে খোঁজ নেওয়া সুরু হয়। বাবুল মারফৎ তারিকুল বাবুর কাছে আসি তিনি হুইল চেয়্যার তুলে দেন। তারা আরো জানায় সরকারি দফতরে বারবার জানিয়েও কোন লাভ হয়নি। দিনের পর দিন ঘুরে বেড়িয়েছি।
যদিও তারিকুল আলোম আজাদ বলেন এটা আমার ছোট্ট প্রয়াস। আমি চাই প্রতিবন্ধী মানুষদের পাসে দাড়াতে। আগামী দিনে ও সহযোগিতা করা হবে বলে জানান তিনি।