ভাইরাল – আর মাত্র কিছু ক্ষণ, তারপরই প্ল্যাটফর্ম ছাড়বে ট্রেন। ওভারব্রিজ পেরিয়ে তাড়াহুড়ো করে আসছিলেন এক প্রতিবন্ধী যুবক। কিন্তু একটি পা না থাকায় দ্রুত হাঁটা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না। বুঝে গিয়েছিলেন, এই গতিতে গেলে ট্রেন ধরা যাবে না। ঠিক সেই মুহূর্তেই মানবতার হাত বাড়িয়ে দিল পুলিশ।
এক পুলিশ আধিকারিক বিন্দুমাত্র দেরি না করে যুবকের কাছে এগিয়ে যান। কথা বলে তাঁকে কাঁধে তুলে নিয়ে ট্রেনের দিকে দৌড় দেন। সাবধানে যুবককে ট্রেনের কামরায় তুলে দেন তিনি। শুধু তাই নয়, ট্রেনে তোলার পর যুবকের টিকিটও পরীক্ষা করে দেখেন। মন ছুঁয়ে যাওয়া এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। যদিও ঘটনাটি ঠিক কবে এবং কোন স্টেশনে ঘটেছে, তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই পুলিশ আধিকারিকের নাম অশ্বিনী কুমার। তিনি উত্তরপ্রদেশ পুলিশের কর্মী। সম্প্রতি ডিউটি সেরে বাড়ি ফেরার পথে একটি নির্দিষ্ট স্টেশনে নামেন তিনি। ওভারব্রিজ দিয়ে ওঠার সময়ই তাঁর নজরে পড়ে যায়, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেন ধরার জন্য এক প্রতিবন্ধী যুবক প্রাণপণে ছুটছেন। কিন্তু শারীরিক অসুবিধার কারণে এগোতে পারছেন না তিনি। ট্রেন ছাড়ার সময়ও হয়ে এসেছে।
পরিস্থিতি বুঝেই আর সময় নষ্ট করেননি অশ্বিনী কুমার। যুবকের সঙ্গে কথা বলে তাঁকে কাঁধে তুলে নিয়ে ছুটে যান ট্রেনের দিকে। নির্দিষ্ট সময়ের মধ্যেই যুবককে ট্রেনের কামরায় তুলে দেন। টিকিট পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর যুবককে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যান তিনি। সেই পুরো ঘটনার ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ashmalikupcop’ নামের এক্স হ্যান্ডল থেকে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “মানবতার চেয়ে বড় আর কিছু নেই।” ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক, শেয়ার এবং কমেন্টে ভরে উঠেছে পোস্টটি। নেটাগরিকেরা পুলিশ আধিকারিকের এই মানবিক উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ।
একজন নেটাগরিক লিখেছেন, “ইউনিফর্মের মর্যাদা রেখেছেন এই পুলিশ আধিকারিক। কর্তব্যের পাশাপাশি মানবতাকেও গুরুত্ব দিয়েছেন।” আরেকজন মন্তব্য করেছেন, “এটাই প্রকৃত মানবতার নিদর্শন। এই পুলিশ আধিকারিককে কুর্নিশ।”




















