রাজ‍্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল

রাজ‍্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাজ‍্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল । উত্তরপ্রদেশে মমতাকে কালো পতাকা দেখানো এবং জয় শ্রীরাম স্লোগান দিয়ে ভাজপার অভব‍্যতার প্রতিবাদে রাজ‍্য জুড়ে প্রতিবাদে শামিল হল তৃণমূল। উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় পথে নামেন তৃণমূল কর্মীরা। কোথাও পোড়ানো হয় যোগী আদিত‍্যনাথের কুশপুত্তলিকা কোথাও মোদির কুশপুতুল। তৃণমূলের হুঁশিয়ারি মমতাকে অপমান মানে বাংলার অপমান। ভাজপার এই দুঃসাহস বাংলার মানুষ মেনে নেবেন না। যত এই ধরণের অভব‍্যতা ভাজপা করবে তত সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

হাওড়া

বৃহস্পতিবার সকালে হাওড়ায় ধিক্কার মিছিল করে তৃণমূল। বারাণসীর ঘটনার প্রতিবাদে এদিন সকাল ১০টায় হাওড়ার শিবপুর ট্রামডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত এক প্রতিবাদ মহামিছিলের আয়োজন করা করে মধ্য হাওড়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস। ওই মহামিছিলের নেতৃত্ব দেন তৃণমূল নেতা তথা মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন ডাঃ সুজয় চক্রবর্তী, শ্যামল মিত্র, সুশোভন চট্টোপাধ্যায়, মৃণাল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই ঘটনা নিয়ে এদিন বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন অরূপ রায়। তিনি বলেন, বিজেপি একটা উচ্ছৃঙ্খল অসভ্য রাজনৈতিক দল। মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার হিম্মত, সাহস বা ক্ষমতা কোনওটাই এদের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতে সর্বজনপ্রিয়। এরা ভয় পেয়েছে।
বারানসীতে মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে উলুবেড়িয়ায় প্রতিবাদ মিছিল। উপস্থিত হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়।

নদীয়া

নদীয়ায় প্রতিবাদ কর্মসূচীতে শামিল হয় গোটা জেলার তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। ভাজপার এই ঘৃণ্য কাজের বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ শান্তিপুর কলেজের সামনে ছাত্র-ছাত্রীরা প্রথমে বিক্ষোভ মিছিল করে। গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন দীর্ঘক্ষন সেখানে জেলা ছাত্র নেতৃত্ব মনি সরকার, রুপম পাল বক্তব্য রাখেন। তারা বলেন মাতৃসম মুখ্যমন্ত্রীর মহানুভবতায় এ রাজ্যে ছাত্র যুব মহিলা কৃষক শিক্ষক এবং সাধারণ মানুষ বসবাস করছে শান্তিতে। তাঁর মস্তিষ্কপ্রসূত বিভিন্ন জনমুখি প্রকল্পে উপকৃত সমাজের সকল স্তরের মানুষ। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবুজ সাথী, কন্যাশ্রী, ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত। তাকে অপমান করা মানে সমগ্র ছাত্রসমাজকে অবমাননা। তাই আজকের এই প্রতিবাদ। এ ধরনের নিচু মানসিকতা যাদের তাদের বিরুদ্ধে আন্দোলন আগামী দিনে আরো শক্তিশালী হবে।

দুর্গাপুর

বৃহস্পতিবার দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানায় তৃণমূল কর্মী সমর্থকরা।বুধবার উত্তরপ্রদেশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে কালো পতাকা দেখানোর ঘটনার প্রতিবাদে যোগী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের 25 নম্বর ওয়ার্ডের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন রাস্তা অবরোধের পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুলিকা দাহ করে প্রতিবাদ জানায় তৃণমূল কর্মীরা।এদিন বিক্ষোবে সামিল হন দুর্গাপুর পৌরসভার জল দফতরের মেয়র পরিষদ সদস্য দীপঙ্কর লাহা সহ অন্যান্যরা।

ঝাড়গ্রাম

বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সাঁকরাইল কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ও সমর্থকরা হাতে কালো পতাকা নিয়ে ওই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপিকে ধিক্কার জানায়।সেই সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয় যে বাংলা এখনো মমতাময়। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কে বিজেপি কোনভাবেই রুখতে পারবে না ।উত্তরপ্রদেশে হার নিশ্চিত জেনে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর হামলা করেছে। ওই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে । বিজেপি গণতন্ত্র মানে না গণতন্ত্রকে ধ্বংস করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর চড়াও হয়েছিল। তাই ওই ঘটনার ধিক্কার জানিয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ও সমর্থকরা বলে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়।

আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের সম্মুখে জেলা তৃনমুল ছাত্রপরিষদের সভাপতি সহ দলীয় ছাত্র কর্মীরা বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলে। তৃণমূল ছাত্রপরিষদের পক্ষথেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী সরকারের বিরুদ্ধে স্লোগান তোলা হয়।রীতিমতো দীর্ঘক্ষণ ধরে চলে এই অবস্থান বিক্ষোভ। জেলা তৃনমুল ছাত্রপরিষদের সভাপতি সমীর ঘোষ বলেন ” বারাণাসীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কালো পতাকা এবং বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। এরই প্রতিবাদে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষথেকে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করাহয়। এছাড়াও ধিক্কার মিছিল করাহবে।”

আর ও পড়ুন    ট্রাভেল এজেন্সি খুলে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা 

রায়গঞ্জ

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তৃণমুল আশ্রিত অধ্যাপক সংগঠন, তৃনমুল ছাত্র পরিষদ ও অস্থায়ী কর্মী সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল হয়। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা। বিক্ষোভকারীদের দাবী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর প্রদেশের যোগি আদিত্যনাথের নেতৃত্বে বিজেপির পক্ষ থেকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে, তাকে হেনস্থা করা হচ্ছে। আগামীর প্রধানমন্ত্রী মমতাই তাই তাকে দমিয়ে রাখা যাবে না বলে উল্লেখ করে তাদের এই আন্দোলন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। তৃনমুল ছাত্র পরিষদের জেলা সভাপতি অনুপ কর বলেন, মুখ্যমন্ত্রী আমাদের দেশের আগামীর প্রধানমন্ত্রী। তাকে এভাবে হেনস্থা করে গুন্ডা বাহিনী দিয়ে দমিয়ে রাখা যাবে না। আমরা এই বিক্ষোভ উত্তর প্রদেশ পর্যন্ত পৌছে দিতে চাই, যেখানেই মমতা বিদ্রোহী আওয়াজ উঠবে আমরা প্রতিবাদে গর্জে করব। মমতা আমাদের বাঙালির হৃদয়ে।

মালদা

পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ী গৌড় কলেজ সংলগ্ন এলাকায় উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ , বিক্ষোভ কর্মসূচি পালন করে গৌড় কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা । সেখানে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান তুলে ধরা হয়। পুরাতন মালদা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বৈদ্য ঘোষ জানিয়েছেন, বুধবার উত্তরপ্রদেশের বারাণসীতে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কালো পতাকা দেখায় বিজেপির কর্মীরা। আর তারই প্রতিবাদ জানিয়ে এদিন সংশ্লিষ্ট এলাকার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

RECOMMENDED FOR YOU.....