১৬ ডিসেম্বর, সংশোধনী নাগরিকত্ব বিলের প্রতিবাদে দিকে দিকে অশান্তি চরমে উঠছে। সেই অশান্তির হাত থেকে রেহাই পেলো না রাজধানীও। ইতিমধ্যেই দক্ষিণ দিল্লির একাধিক সরকারি বাস জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে দিল্লির জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে।তবে জানা গিয়েছে এই তান্ডবের পিছনে ছিল বিজেপি।দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার অভিযোগ, বিজেপির নেতাদের প্ররোচনায় নাকি পুলিশই সরকারি বাস জ্বালিয়ে দিয়েছে। তিনি তাঁর টুইটে লেখেন,’কেন্দ্রের নতুন নাগরিকত্ব আইন নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি।’
রবিবার দুপুরে দক্ষিণ দিল্লিতে নতুন আইনের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন জনতাও।ঘটনার খবর পেয়ে আসে পুলিশ।বিক্ষোভ আটকাতে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জও করা হয়। বেশ অনেক পড়ুয়া তাতে গুরুতর ভাবে জখম হয়।কিন্তু রাত বাড়তে আরও উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির বেশ কয়েকটি জায়গা।
পড়ুয়াদের অভিযোগ বিনা অনুমতিতে বিদ্যালয়ে প্রবেশ করেছে পুলিশ।তাদের আরও অভিযোগ, সমস্ত পড়ুয়ারা শান্তিপূর্ণ ভাবেই মিছিল করছিলো কিন্তু পুলিশ এসে তাদের উপর হঠাৎ-ই চড়াও হয়। মেয়ে-ছেলে নির্বিশেষে সকলকে মারতে শুরু করে পুলিশ। বিক্ষোভ থামাতে নিগ্রহের অভিযোগ করে পড়ুয়ারা। আর তারই প্রতিবাদে আজ সকাল থাকে এই ঠান্ডায় বিনা পোশাকে ধর্নায় বসে এক ছাত্র। তাঁর অভিযোগ তাদের বিশ্ববিদ্যালয়ে ঢুকে লুকিয়ে বিনা কারণে মারা হয়।সাথে অনেক ছাত্রকে গ্রেফতার করা হয়।মিডিয়ার সামনে সেই ছাত্র আর কিছুই বলতে রাজি হয়নি। ইতিমধ্যে ছাত্রের সামনে ভিড় করেছে বহু মানুষ ও ছাত্রের বন্ধু, পরিজনেরা।তারা সকলেই ছাত্রকে বস্ত্র পোড়ানোর চেষ্টা করছে।রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে দিল্লিতে।