কলকাতা – কলকাতার বন্দর এলাকার একবালপুরে প্রতিবাদের জেরে খুন হলেন ধনরাজ প্রসাদ নামের এক ব্যক্তি। বয়স ৩৭ বছর। গত ৯ সেপ্টেম্বর রাত বারোটার পর ধনরাজের বাড়ির সামনে বসেছিল মদের আসর। অভিযুক্ত আমজাদ ও তার চার সঙ্গী সেখানে মদ্যপান করছিলেন এবং নিজেদের মধ্যে গালিগালাজ করছিলেন। সেই সময় প্রতিবাদ করেন ধনরাজ। এরপর শুরু হয় বচসা, যা ক্রমে রূপ নেয় সংঘর্ষে।
অভিযোগ, আমজাদ জোর করে ধনরাজের বাড়িতে ঢুকে পড়ে কোমর থেকে একটি চপার বের করে তাঁর গলায় এবং বাঁ কাঁধে আঘাত করে। গলায় গুরুতর ক্ষত না হলেও শরীরের অন্য অংশে আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় ধনরাজকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। তবে বৃহস্পতিবার রাতে তাঁর অবস্থার অবনতি হলে ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ধনরাজের।
এই ঘটনার পর একবালপুর থানায় খুনের মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত আমজাদকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার পর স্থানীয় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
