নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২২ ডিসেম্বর, এন আর সি এবং সিএএ আন্দোলনে ছাত্র যুব সমাজ এবং সাধারণ মানুষ এগিয়ে এসেছে রাজনৈতিক ভেদাভেদ ভুলে এমনই মন্তব্য করেন বামফ্রন্টের পলিটবুরোর সদস্য প্রকাশ কারাত।
রবিবার রবীন্দ্র ভবনে প্রাক্তন বামফ্রন্টের মন্ত্রী তথা বর্ষীয়ান জননেতা নিরুপম সেনের স্মরণসভায় উপস্থিত হয়ে প্রকাশ কারাত জানান, এনআরসি এবং সিএএ র বিরুদ্ধে আন্দোলন চলবে যতদিন কেন্দ্রীয় সরকার এই আইন তুলে না নেন।এই আইন কেন্দ্রের সাম্প্রদায়িক মনোভাবের,দেশের অখন্ডতা বিঘ্নিত হচ্ছে।তিনি মনে করেন এই আন্দোলন ততদিন চলবে যতদিন না আমাদের দেশের গণতন্ত্র সুরক্ষিত হচ্ছে, সারা ভারতে বিগত দশ দিন ধরে যে আন্দোলন চলছে আশা করা যায় সরকারের বিরুদ্ধে এই আন্দোলন সাফল্য পাবে।