শয্যাশায়ী স্ত্রীর ঘরেই আগুন, প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা পেলেন বৃদ্ধ, বৃদ্ধা ও তাঁদের পোষ্য।

শয্যাশায়ী স্ত্রীর ঘরেই আগুন, প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা পেলেন বৃদ্ধ, বৃদ্ধা ও তাঁদের পোষ্য।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা পেলেন বৃদ্ধ, বৃদ্ধা ও তাঁদের পোষ্য। শুক্রবার এই ঘটনার সাক্ষী রইল ঘুসুড়ির ধর্মতলা। 

পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুর ১২টা নাগাদ ঘুসুড়ির ধর্মতলা লেনের একটি তিনতলা ফ্ল্যাটে আগুন লাগে। ওই ফ্ল্যাটে সেই সময় ৮০ বছর বয়সি বৃদ্ধ নীতেন্দ্রনাথ রায় এবং তাঁর স্ত্রী রমা রায় ছিলেন। নীতেন্দ্রবাবু জানিয়েছেন, স্ত্রীকে স্নান করানোর পর তাঁকে যখন শোওয়ার ঘরে রাখেন, তখন দেখতে পান গোটা ঘর ধোঁয়ায় ঢেকে গেছে। যেহেতু স্ত্রী হাঁটাচলা করতে পারেন না, তাই সেই অবস্থাতেই তিনি ঘরের সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকেন। পরে গোটা ঘটনাটি প্রতিবেশীদের নজরে এলে সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে আসেন। বৃদ্ধ এবং বৃদ্ধাকে কোলে তুলে নিয়ে ফ্ল্যাট থেকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে দমকলে খবর দিলে একে একে ঘটনাস্থলে তিনটি ইঞ্জিন পৌঁছায়। দমকল কর্মীরা দ্রুত পোষ্য কুকুরকে উদ্ধার করেন। পাশাপাশি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ফ্ল্যাটের শোওয়ার ঘর এবং ডাইনিং  রুমের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনায় অসুস্থ স্বামী-স্ত্রীর চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। নিশ্চিত মৃত্যুর হাত থেকে স্ত্রী এবং পোষ্যকে উদ্ধার হওয়া দেখে তাঁর চোখে জল।  নীতেন্দ্রনাথ রায় জানাচ্ছেন, ইলেকট্রিক্যাল সুইচ বক্স থেকেই আগুন লাগে। ওখানেই প্রথম ধোঁয়া দেখতে পান তিনি। হাঁটতে পারেন না বলে কীভাবে স্ত্রীকে উদ্ধার করবেন বুঝতে পারছিলেন না। পরে প্রতিবেশীরা এসে উদ্ধার করেন। 

দমকল আধিকারিকরা জানিয়েছেন, ফ্ল্যাটে ঢুকে তাঁরা প্রথমেই রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বের করে দেন। না হলে আরও বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো।

হাওড়ার ফোরশোর রোডে বিধ্বংসী আগুনের পর সম্প্রতি হাওড়া ঘুসুড়িতে প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন লাগে। ফোরশোর রোডের বিজয়শ্রী জুটমিলের গুদামে আগুন লেগেছিল। দমকল সূত্রে খবর পাওয়া যায়, প্রচুর পরিমাণে পাট মজুত থাকায় দাউদাউ করে জ্বলতে শুরু করেছে গুদাম। দ্রুত তা ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকায়। দমকলের ২টি ইঞ্জিন ঘণ্টা দেড়েক লড়াই চালায়। তারপর  আগুন নিয়ন্ত্রণে আসে।

মূলত কারখানা, গোডাউন, শোরুমে আগুন লাগার ঘটনা বাদ দিলে বহুতলে আগুন লাগার ঘটনাও কম নেই। কারখানায় দাহ্য পদার্থ যদি কারণ হয়ে থাকে, শহরের একাধিক বাড়িতেও আগুন লাগার অধিকাংশ ক্ষেত্রে প্রধান খলনায়ক কারেন্টের তার অর্থাৎ শর্টসার্কিট এবং গ্যাস সিলিন্ডার  বাস্ট করে আগুন। 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top