উত্তর ২৪পরগণা:- প্রতিবেশীর গৃহ পালিত পশুর সাথে শারীরিক সম্পর্ক। এমনই নক্কারজনক ঘটনা ঘটলো অশোকনগরে।

প্রতিবেশীর গৃহপালিত পশুর সাথে শারীরিক সম্পর্কের চেষ্টার অভিযোগে অভিযুক্ত অশোকনগর কালোবাড়ি এলাকার বাসিন্দা অখিল চৌধুরী। ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় সমাজের বিভিন্ন মহলে। এরপরই সেই ভিডিও নজরে আসে পশুপ্রেমী সংগঠনের। তারা অশোকনগর থানায় একটি লিখিত অভিযোগ জানান যার ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।



















