প্রতিভাবান আই লিগের ফুটবলারের পাশে তৃণমূল নেতা। সুন্দরবনের প্রত্যন্ত আদিবাসী এলাকার প্রতিভাবান আই লিগের ফুটবলারের পাশে তৃণমূল নেতা । উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার অন্তর্গত হাড়োয়া থানার মিনাখা ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত প্রত্যন্ত একটি আদিবাসী অধ্যুষিত গ্রাম রামজয়ঘেরি ।
সুন্দরবনের এই প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত এলাকার বাসিন্দা সুকুরাম সরদার ওরফে সাগর। আর্থিক অবস্থা ভালো নয় তাই ঠিকমতো খাওয়া-দাওয়ার জোটে না পরিবারের। এমনকি গ্রামের বাড়িতে যাওয়ার রাস্তা টুকু পর্যন্ত নেই। ছোট্ট একটা ছিটে ব্যাড়ার ঘরে ২৫ বছর বয়সী আদিবাসী যুবক সুকুরাম সরদার মা, স্ত্রী এবং ছোট্ট একটি পুত্র সন্তানকে নিয়ে বসবাস করেন।
বাবা মারা যাবার পর টুকটাক মাছের ঘেরী কিম্বা ক্ষেত খামারে দিনমজুরী করে সংসার চালিয়ে আসছেন । সংসারের হাল ধরলেও জীবনের প্রধান ইচ্ছা টাকে বাঁচিয়ে রেখেছেন সাগর। হ্যাঁ কাজের ফাঁকে ফাঁকে গ্রামের চষা ক্ষেতেই ফুটবল প্র্যাকটিস করেছেন ছোটো বেলা থেকেই এবং পরে বড় মাঠ। সেখান থেকেই পরবর্তীতে আই লিগে সুযোগ পেয়েছেন বর্তমান তিনি কেরালা গকুরাম দলের সঙ্গে রয়েছেন। রেলওয়ে এফসি খেলেছেন, ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন।
আর ও পড়ুন টাকা তুলতে গিয়ে অপহরণ নবম শ্রেণীর ছাত্রী
এছাড়াও মোহামেডান দলেও খেলেছেন তিনি। তার এক চিলতে টালির ঘরে থরে থরে সাজানো রয়েছে অসংখ্য শিল্ড,মেডেল আর ট্রফি। কিন্তু তাতে কি আর সংসার চলে। অভাব-অনটন নিত্য সাথী। সেই কথা জানাজানি হয় সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে। সেখান থেকেই জানতে পেরে তার পাশে দাঁড়াতে এসেছেন তৃণমূল কংগ্রেসের মিনাখা ২ নম্বর ব্লক সভাপতি তাজ উদ্দিন।
রবিবার সাত সকালে সপার্ষদ তরুণ ফুটবলার সুকুরাম সরদারের গ্রামের বাড়ীতে পৌঁছে পরিবারকে পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে সম্মান জানালেন। এছাড়াও সাগরের জন্য ফুটবল খেলার বিভিন্ন সরঞ্জাম, পরিবারের সকলের জন্য নতুন পোশাক এবং খাদ্য সামগ্রী তুলে দেন।
পাশাপাশি ফুটবলার সুকুমার যিনি সাগর নামে এলাকায় বেশি পরিচিত তার ভগ্নপ্রায় বাড়িটি যাতে পাকা দালান করে দেয়া যায় সে বিষয়েও আর্থিক সহায়তা করা হবে বলে জানান। এছাড়াও ওই প্রতিভাবান খেলোয়াড় যাতে একটি সরকারি চাকরি পান সেই বিষয়ে জেলা ও রাজ্য সরকারের কাছে সুপারিশ করবেন বলে আশ্বাস দিয়েছেন। তৃণমূল নেতার সাহায্য পেয়ে খুবই খুশি এবং ধন্যবাদ জানিয়েছেন প্রতিভাবান খেলোয়াড় ও তার পরিবার।