প্রতি ঘর থেকে আসুক রক্তদাতা, এই আহ্বানকে সফল করতে শুরু হল স্কুলে রক্ত শিক্ষা কার্যক্রম। প্রতি ঘর থেকে আসুক রক্তদাতা, এই আহ্বানকে সফল করতে শুরু হল স্কুলে রক্ত শিক্ষা কার্যক্রম। দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের আহ্বানে ‘ঘরে ঘরে চাই রক্তদাতা’।
শীর্ষক আহ্বানকে সফল করার লক্ষ্যে মঙ্গলবার থেকে শুরু করা হলো স্কুল শিক্ষা কার্যক্রম। পরিবহণ সংস্থার উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় বেনাচিতি হাইস্কুলের নবম শ্রেনি থেকে ১১ শ্রেনি পর্যন্ত ছাত্র ছাত্রীদের কাছে গল্পের ছলে রক্ত, রক্ত বিজ্ঞান, রক্ত সঞ্চারণ, রক্তদানের প্রয়োজনীয়তা ও উপকারিতা নিয়ে এদিন বেলা ২টা থেকে স্কুলের পরপর ২টি সময়কাল(পিরিয়ড) এই নিয়ে শিক্ষাদান করা হয়।
কৌতুহল নিয়ে ছাত্রছাত্রীদের মনের মধ্যে থাকা নানার প্রশ্নের উত্তর দেওয়া হয়। এদিন, আগামীতে ১৮ বছরে পা দিয়ে রক্তদানের অঙ্গীকার নিয়ে এক অভূতপূর্ব কর্মসূচি নেওয়া হয়। প্রায় ১৫০ জন ছাত্রী এই বিশেষ শিক্ষামূলক কর্মসূচিতে অংশ নেন। এদিন রক্ত সম্পর্কে বিভিন্ন শিক্ষাদান করেন রক্তদান আন্দোলনের তরুন নেতৃত্ব পার্থ প্রতিম কুন্ডু এবং চিরঞ্জিত পাল। এদিনের কর্মসূচির সঞ্চালক ছিলেন পরিবহণ সংস্থার সম্পাদক এবং ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশনস অফ ইন্ডিয়া পশ্চিম বঙ্গের রাজ্য কমিটির সদস্য সুব্রত সিংহ।
আরও পড়ুন – কুড়ি দিন থেকে নিখোঁজ , জলপাইগুড়ির ব্যাবসায়ী
ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের ডেপুটি জেনারেল সেক্রেটারি কবি ঘোষ সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘শিশু মনে রক্তদানের প্রয়োজনীয়তা বোঝাতে পারলে সারা দেশে রক্তের সংকট নিরসনে বহু নতুন মানুষকে পাওয়া যাবে’। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক রাজেশ পালিত বেনাচিতি হাইস্কুল কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বাকি স্কুলগুলিতেও পর্যায়ক্রমে এই কর্মসূচি চলবে বলে জানান।