প্রতি স্মার্ট ফোনের সঙ্গে এবার মিলছে ১ কিলো পেঁয়াজ

প্রতি স্মার্ট ফোনের সঙ্গে এবার মিলছে ১ কিলো পেঁয়াজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১০ ডিসেম্বর, পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল পরে কিন্তু এবার পেঁয়াজের দাম শুনেও চোখ দিয়ে জল পড়ছে সাধারণ মানুষের। পেঁয়াজের চাহিদা যত বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে তার দাম।এই সপ্তাহে পেঁয়াজের দাম বেড়ে হয়েছে প্রতি কেজি ১৫০। আর তারই সুযোগ নিয়ে ব্যবসায়ীরা নিজেদের প্রোডাক্টের বিক্রয় বাড়াতে উঠে পরে লেগেছে। কিছুদিন আগেই শোনা গিয়েছিল ইলিশের সাথে মিলছে বিনা মূল্যে পেঁয়াজ। আর তাই শীতেই ইলিশ কিনতে ভিড় মানুষের। এবার তামিলনাড়ুতে ঘটল এরমই এক কান্ড। স্মার্ট ফোনের সঙ্গে ১ কিলো পেঁয়াজ বিনামূল্যে।আর সেই লোভে ফোনের দোকানে ভিড় মানুষের।

এস টি আর মোবাইল স্টোরে প্রতি স্মার্ট ফোনের সাথে মিলছে এক কিলো পেঁয়াজ। বাজারে পেঁয়াজের অবস্থা দেখে মোবাইল দোকানের মালিক এরূপ পরিকল্পনা করে। আগে থেকেই তিনি জানতেন এর ফলে ফোনের সেল বাড়বে কিন্তু তার পরিমান যে এতো বেশি হবে তা তিনি ভাবেননি। স্বাভাবিক দিনে মোবাইল বিক্রি হয় দিনে ৩-৪ টি, কিন্তু এরূপ অফারের পর মোবাইল বিক্রি হচ্ছে দিনে প্রায় ১০ টা বা তারও বেশি।ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পেঁয়াজ নিয়ে বহু মিম তৈরী হয়েছে সাথে শোনা যাচ্ছে বিয়ের দিন কনে কে পেঁয়াজ উপহার দেওয়ার কথাও। পেঁয়াজ নিয়ে এরূপ হাসি ঠাট্টায় মেতে থাকলেও পেঁয়াজের এভাবে দাম বৃদ্ধি বেশ চিন্তায় ফেলেছে সাধারণ মানুষকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top