প্রত্যন্ত জেলা বলে পরিচিত দক্ষিণ দিনাজপুর জেলা। আগে উন্নত চিকিৎসা পরিষেবা মালদা,শিলিগুড়ি কলকাতায় ছুটতে হতো। সেই সমস্যা অনেকটাই মিটেছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হওয়ায়। বালুরঘাট হাসপাতালে ১০ বেডের CCU ইউনিট থাকায় এখনো অনেক ক্রিটিকাল পেশেন্টদের মালদা কলকাতায় ঘুরতে হয়।
সমস্যা সমাধানে উদ্যোগী দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। জেলা স্বাস্থ্য দপ্তর ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বালুরঘাট হাসপাতালে তৈরি হতে চলেছে ৫০ বেডের CCU ব্লক। যেই CCU ব্লক তৈরির জন্য প্লান ইতিমধ্যেই PWD দপ্তরের পক্ষ থেকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই CCU ব্লক তৈরি হলে অনেকটাই উপকৃত হবে জেলার মানুষ বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে।
আরও পড়ুন – বঙ্গবিভূষন নিচ্ছেন না নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন!
উল্লেখ্য, প্রত্যন্ত জেলা বলে পরিচিত দক্ষিণ দিনাজপুর জেলা। আগে উন্নত চিকিৎসা পরিষেবা মালদা,শিলিগুড়ি কলকাতায় ছুটতে হতো। সেই সমস্যা অনেকটাই মিটেছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হওয়ায়। বালুরঘাট হাসপাতালে ১০ বেডের CCU ইউনিট থাকায় এখনো অনেক ক্রিটিকাল পেশেন্টদের মালদা কলকাতায় ঘুরতে হয়। সমস্যা সমাধানে উদ্যোগী দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর।
জেলা স্বাস্থ্য দপ্তর ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বালুরঘাট হাসপাতালে তৈরি হতে চলেছে ৫০ বেডের CCU ব্লক। যেই CCU ব্লক তৈরির জন্য প্লান ইতিমধ্যেই PWD দপ্তরের পক্ষ থেকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই CCU ব্লক তৈরি হলে অনেকটাই উপকৃত হবে জেলার মানুষ বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে।