প্রথমবার খল চরিত্রে সায়ক, ‘তুই আমার হিরো’-তে নতুন রূপে দর্শকের সামনে

প্রথমবার খল চরিত্রে সায়ক, ‘তুই আমার হিরো’-তে নতুন রূপে দর্শকের সামনে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – অভিনেতা হিসাবে ক্যারিয়ার শুরু করেছিলেন সায়ক, তবে বর্তমানে তিনি ভ্লগার হিসেবেই বেশি জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। নিজের ডেইলি ভ্লগ থেকে শুরু করে ছোট ছোট মুহূর্ত তিনি ভাগ করে নেন দর্শকদের সঙ্গে। কিছু বছর টেলিভিশন থেকে দূরে থাকার পর বর্তমানে তিনি আবার ছোটপর্দায় কাজ করছেন। চিরসখা, রানি ভবানী সিরিয়ালের পর এবার সায়ককে দেখা যাচ্ছে ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে।

এই ধারাবাহিকে সায়ক প্রথমবার নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন। নতুন প্রোমোতে দেখা গেছে, তার চরিত্র ঋতম-এর বিবাহিত জীবন টালমাটাল। ঋতমের বিয়ে পালিয়ে হলেও বিয়ের পর থেকেই রহস্যজনক গতিবিধি শুরু হয়। প্রোমোতে সায়ককে মেয়েদের মতো পোশাক ও সাজে দেখা গেছে। তার চরিত্র পুরুষদের প্রতি আকৃষ্ট, যা তার মা শাক্যর পিসিও জানতেন। এ কারণে আরশির দিদির সঙ্গে বিয়ে হলেও ঋতম লুকিয়ে চলেছে।

প্রোমোতে দেখানো হয়েছে, সায়ক তথা ঋতমকে সাজে ধরে ফেলেন আরশি ও শাক্য। যদিও পুলিশের হাতে গ্রেফতারের পরও তার গল্প শেষ হয়নি, প্রতিশোধ নিতে তিনি আবার ফিরে আসবেন। প্রথমবার নেগেটিভ চরিত্রে অভিনয় করতে পেরে সায়ক নিজেও উৎসাহিত। ভ্লগের পাশাপাশি ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। এখন দেখার বিষয়, নেগেটিভ চরিত্রে দর্শকরা কতটা সায়ককে ভালোবাসেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top