বিনোদন – বদলাচ্ছে বাংলা ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে জমজমাট রহস্য। সঙ্গে ভরপুর অ্যাকশনে আঁটসাঁট হচ্ছে গল্পের বাঁধন। তাই এখন এই পথ ধরেই হাঁটছেন একাধিক পরিচালক।নিজেদের নতুন করে আবিষ্কার করতে এই পথ ধরে এগিয়ে চলছেন তারকারাও।রহস্যের সঙ্গে ফুটে উঠছে এক সময়ের ঘটে যাওয়া কোনও ঘটনা। যা সত্যি না হলেও মিল রয়েছে বাস্তবের সঙ্গে। এইরকমই এক টানটান উত্তেজনাপূর্ণ গল্প বলতে আসছেন পরিচালক অংশুমান চক্রবর্তী। সূত্রের খবর, তাঁর আগামী ছবির গল্পে থাকছে শিশু ও নারী পাচারচক্রের ছাপ।
একজন সাধারণ নারী কীভাবে জড়িয়ে পড়বেন এই পাচারচক্রের সঙ্গে এবং শেষমেষ কীভাবে এই জাল কেটে বেরোবেন তিনি, সেই নিয়েই এগোবে গল্প। ছবির প্রেক্ষাপট কলকাতা ও মুম্বইকে কেন্দ্র করে। ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী দেবলীনা দত্তকে, খবর এমনটাই। এদিকে, বিনোদন জগতে কান পাতলে শোনা যাচ্ছে ছবিতে থাকবে বলি তারকাদের আধিক্য। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা গজরাজ রাওকে। এর আগে বাঙালি অভিনেতাদের সঙ্গে কাজ করলেও বাংলা ছবিতে দেখা যায়নি তাঁকে। তবে অংশুমানের হাত ধরেই কি হতে চলেছে অসাধ্য সাধন?জানা যাচ্ছে, আপাতভাবে ছবির নাম ঠিক হয়েছে ‘ফাঁদ’। গল্পের প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ছবিতে টলি তারকাদের সঙ্গে দেখা মিলবে বলি অভিনেতাদেরও। এখন চলছে অভিনেতা নির্বাচন পর্ব। পুজোর আগেই কলকাতা ও মুম্বইয়ে শুরু হবে শুটিং।
