নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর,৩০ জুন:- এই প্রথম ভারত থেকে বাংলাদেশ পন্য পরিবহণ হল জল পথে। ইন্দো বাংলা সীমান্ত রেখার নিয়ম মেনে হলদিয়া বন্দরের ১২ নং বার্থ থেকে একটি বার্জ ৪৫ টি কন্টেনার নিয়ে বাংলাদেশের দিকে রওনা দেয়। বাংলাদেশের পানগাঁ বন্দরে এই বার্জটি যাবে মাত্র সাত দিনে। স্থল পথে এই পন্য পরিবহণে সময় ও খরচ দুই বেশী পড়ে, জলপথে তা অনেকটা কম। হলদিয়ার ফাইভ স্টার লজেস্টিক কোম্পানির মাধ্যমে রশ্মি সিমেন্ট ৪৫ টি কন্টেনারে করে স্পঞ্জ আয়রন এই প্রথম বাংলাদেশে রপ্তানি করলো। হলদিয়া বন্দরের জি এম ট্রাফিক অভয় মহাপাত্র বলেন, অন্যান্য শিল্প সংস্থা এগিয়ে আসুক জলপথে বাংলাদেশে পন্য রপ্তানি করার জন্য।ফাইভ স্টার লজেস্টিক কোম্পানির এম ডি শেখ আশরাফ জানান অনেক দিন আগে থেকেই চেষ্টা করা হচ্ছিলো জলপথে বাংলাদেশে পন্য রপ্তানির জন্য আজ তা সফল হলো।আশা করা যায় আগামী দিনে আরো শিল্প সংস্থা এগিয়ে আসবে হলদিয়া বন্দর থেকে বাংলাদেশে পন্য রপ্তানি করার জন্য।
প্রথমবার ভারত থেকে বাংলাদেশ পন্য পরিবহণ হল জলপথে
প্রথমবার ভারত থেকে বাংলাদেশ পন্য পরিবহণ হল জলপথে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram