প্রথম বিবাহবার্ষিকীর আগেই ছেলের মুখ দেখলেন নিক জোনাস

প্রথম বিবাহবার্ষিকীর আগেই ছেলের মুখ দেখলেন নিক জোনাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৭ নভেম্বর, ২০১৮-র ২ ডিসেম্বর যোধপুরের বিলাস বহুল উমেদ ভবন প্যালেসে এক হয়েছিলেন নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়া। প্রথম বিবাহবার্ষিকী আসতে আরও এক সপ্তাহ বাকি। কিন্তু তার আগেই ছেলের মুখ দেখলেন নিক জোনাস। সামনেই প্রথম বছরের বিবাহবার্ষিকী, আর সেই আনন্দেই এবার নতুন সদস্যকে ঘরে নিয়ে এলেন প্রিয়াঙ্কা।

ছেলের মা হয়ে প্রিয়াঙ্কার খুশি আর ধরে না। সকাল সকাল ঘুম থেকে তুলে নিককে ছেলের মুখ দেখালেন তিনি। ছোট্ট ছেলেটি হলেন নিক-প্রিয়াঙ্কার নতুন পোষ্য। নাম রেখেছেন জিনো জোনাস। পুঁচকে এই জিনো জার্মান শেফার্ডের পুরুষ বাচ্চা৷ ভাইরাল এই ভিডিও তে দেখাই যাচ্ছে পুচকে বাচ্ছা প্রথম দেখাতেই কতই না আদর করছে নিককে। অ্যানিভার্সারির আগে আপাতত জিনোকে নিয়ে দিব্যি কাটছে নিক-প্রিয়াঙ্কার সংসার৷ সম্প্রতি এক টুইটে নিকের সঙ্গে ছেলে জিনোর ছবি শেয়ার করে লিখেছেন, ‘ব্যাক ইউথ মাই বয়েজ’।

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top