দেশ – প্রথা ও ঐতিহ্যের মেলবন্ধনে সারা দেশে উৎসবের আবহে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। এই শুভ উৎসবে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিজের এক্স হ্যান্ডেলে তিনি ভারত ও বিদেশে বসবাসকারী সমস্ত ভারতীয়কে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।
জ্ঞান ও বিচক্ষণতার প্রতীক ভগবান শ্রী গণেশের জন্মোৎসব হিসেবে এই উৎসব সারা দেশে অত্যন্ত আনন্দ ও ভক্তিভরে উদযাপন করা হয়। রাষ্ট্রপতি তাঁর বার্তায় উল্লেখ করেছেন, তিনি প্রার্থনা করেন যেন ভগবান শ্রী গণেশ ব্যক্তিগত উন্নতি এবং দেশ গঠনের পথে সমস্ত বাধা দূর করেন। নিজের শুভেচ্ছা বার্তা শেষ করেছেন তিনি ‘গণপতি বাপ্পা মোরিয়া’ বলে।




















