নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর, “অনেক হয়েছে, শুধু জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি তো বলবো, দেখো ইয়ে দিবানো ইয়ে কাম না কারো, রাম কে নাম বদনাম না কার”, আজ তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের প্রচারে এসে বিজেপিকে এভাবেই আক্রমণ করলেন রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি আরো বলেন, রামের নামে এরা ভোট চায়, যেখানে উচিৎ কাজের নিরিখে ভোট চাওয়া। মিথ্যা বলাও এদের কাজ, মিথ্যা বলা মানে রামের মর্যাদা ক্ষুণ্ণ করা। সেই কাজটাও আপনি করেন দিলীপবাবু আর দেখা হলেই বলেন জয় শ্রীরাম।
এই খড়্গপুরও হল একটি ছোট্ট ভারত, কারণ এখানে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে ভাই ভাই হিসেবে থাকেন। তাই খড়্গপুরের সার্বিক উন্নয়নের জন্য আপনারা প্রদীপ সরকারকে দিয়ে জয়ী করুন। তিনি আরও বলেন, “আমি কথা দিচ্ছি একটা সুন্দর, উন্নয়নমুখী খড়্গপুর প্রদীপ সরকার আপনাদের উপহার দিবেন। উনাকে দিল্লী যেতে দিন, বলুন আপনাকে দিল্লী পাঠিয়ে দিয়েছি, আপনি ওখানেই থাকুন। আর বলুন, রেলে খড়্গপুরের একলাখ মানুষের চাকরি করে দিতে, তাহলেই বোঝা যাবে দিলীপ বাবু কত বড় নেতা”।