‘প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য ২০ কেজি আরডিএক্স জোগাড় করেছি, পারলে আটকে দেখাও’, ফাঁস প্রধানমন্ত্রীকে হত্যার ছক!

‘প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য ২০ কেজি আরডিএক্স জোগাড় করেছি, পারলে আটকে দেখাও’, ফাঁস প্রধানমন্ত্রীকে হত্যার ছক!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য ২০ কেজি আরডিএক্স জোগাড় করেছি, পারলে আটকে দেখাও’, ফাঁস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ছক! দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার ছক এবার ফাঁস। দ্রুত তদন্তে নেমেছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। সূত্রের খবর, খুনের হুমকি দিয়ে মেল পাঠানো হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির মুম্বই দফতরে।তার দাবি, চোরাইপথে ইতিমধ্যে দেশে ২০ কেজি আরডিএক্স বিস্ফোরক মজুত করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ের ওই ব্যাক্তির সম্পর্কে জানার চেষ্টা চালাচ্ছে NIA।

জানা গেছে, একজন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি একটি ইমেলের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কীভাবে হত্যা করা হবে সেই বিস্তারিত ছক পাঠিয়েছেন। ওই মেলে লেখা ছিল, ‘আমি গোটা ভারতে ২০টি হামলার প্রস্তুতি নিয়েছি। প্রধানমন্ত্রী মোদি আমার জীবন ধ্বংস করেছেন। তাই তাঁকে হত্যা করার জন্য ২০ কেজি আরডিএক্স জোগাড় করেছি আমি।‘ সেখানে আরও লেখা ছিল, ‘আমি কাউকে ছাড়ব না। দু’ কোটি মানুষকে খতম করে দেব। ইতিমধ্যে কয়েকজন সন্ত্রাসবাদীর সঙ্গে যোগাযোগ করে ফেলেছি আমি। এমনিতেই মানুষ মারা যাচ্ছে, এবার তারা আমার বোমায় মরবে। ফেব্রুয়ারির ২৮ তারিখ এই কাজের জন্য স্লিপার সেল সক্রিয় হয়ে গিয়েছে। যদি পারো আমাকে আটকে দেখাও।‘

প্রধানমন্ত্রীকে হত্যা করার হুমকি মেল আসতেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি তৎপরতার সাথে তদন্তে নেমেছে। কোন কমপিউটার এবং IP Address ব্যবহার করে এই হুমকি মেল পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখা শুরু হয়েছে।

আর ও পড়ুন    রমজান মাসের জন্য খাদ্য সামগ্রী তুলে দিলেন হিন্দু মহিলা 

 

উল্লেখ্য, ‘প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য ২০ কেজি আরডিএক্স জোগাড় করেছি, পারলে আটকে দেখাও’, ফাঁস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ছক! দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার ছক এবার ফাঁস। দ্রুত তদন্তে নেমেছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। সূত্রের খবর, খুনের হুমকি দিয়ে মেল পাঠানো হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির মুম্বই দফতরে।তার দাবি, চোরাইপথে ইতিমধ্যে দেশে ২০ কেজি আরডিএক্স বিস্ফোরক মজুত করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ের ওই ব্যাক্তির সম্পর্কে জানার চেষ্টা চালাচ্ছে NIA।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top